জগন্নাথপুর টাইমসশুক্রবার , ১ সেপ্টেম্বর ২০২৩, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাজ্যে ধসে পড়তে পারে স্কুল ভবন, ১৫০টিরও বেশি স্কুল ভবন বন্ধ করার নির্দেশ

Jagannathpur Times BD
সেপ্টেম্বর ১, ২০২৩ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

মুহাম্মদ সাজিদুর রহমান  :

যুক্তরাজ্যে ধসে পড়তে পারে স্কুল ভবন। আর সেই আশঙ্কায় ১৫০টিরও বেশি স্কুল ভবন বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে দেশটিতে।

বৃহস্পতিবার  (৩১ অগাস্ট ২০২৩) স্থানীয় সময় এ ঘোষণা দিয়েছে দেশটির সরকার। ব্রিটিশ শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ১৯৫০ এর দশক থেকে ১৯৯০ এর দশকের মাঝামাঝি পর্যন্ত, ব্যাপকভাবে স্কুল ও কলেজ নির্মাণের জন্য রিইনফোর্সড অটোক্লেভড এরেটেড কংক্রিট (আরএএসি) ব্যবহৃত হয়েছিল। সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা সময়ের সাথে সাথে উপাদানটির ঝুঁকির আশঙ্কা নির্ধারণ করার পর মন্ত্রণালয় ২০১৮ সালে স্কুলগুলোকে এ ব্যাপারে সতর্ক করা শুরু করে। প্রায় ১৫৬টি স্কুল ও কলেজ নির্মাণে আরএএসি ব্যবহৃত হয়েছে। এসব স্থাপনাকে এরইমধ্যে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করছে কর্তৃপক্ষ।

ব্রিটিশ শিক্ষা সচিব গিলিয়ান কিগান বলেন, স্কুল ও কলেজে শিশু এবং কর্মীরা নিরাপদ কিনা তা নিশ্চিত করার চেয়ে গুরুত্বপূর্ণ কিছুই নেই। দেশটিতে গ্রীষ্মের ছুটি শেষে লক্ষাধিক শিক্ষার্থী যখন স্কুলে ফিরবে ঠিক সেই সময় এলো এমন সিদ্ধান্ত। সূত্র- দ্যা গার্ডিয়ান।

 

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।