জগন্নাথপুর টাইমসশনিবার , ২ সেপ্টেম্বর ২০২৩, ৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের শিক্ষাবৃত্তি বিতরণ

Jagannathpur Times BD
সেপ্টেম্বর ২, ২০২৩ ৭:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেটের বিশ্বনাথে উপজেলার ৪১ জন শিক্ষার্থীকে উচ্চ শিক্ষাবৃত্তি প্রদান করেছে ‘বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’।

সম্প্রতি ট্রাস্টের স্থানীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই বৃত্তি বিতরণকালে বিভিন্ন কলেজের অধ্যয়নরত ৩৫ জন শিক্ষার্থীকে এককালীন ১০ হাজার টাকা করে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ৬ জন শিক্ষার্থীকে মাসিক ৫ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিনের সভাপতিত্বে ও কো-অডিনেটর নিশি কান্ত পালের পরিচালনায় শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, ট্রাস্টের সিনিয়র ট্রাস্টী আলহাজ¦ সামছু মিয়া লয়লুছ, বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নো’মান আহমদ।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের স্থানীয় কমিটির সাধারণ সম্পাদক ও রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল বারী। এসময় অনুষ্ঠানে বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সমাজসেবক আব্দুন নূর, ব্যবসায়ী শাহীন আহমদ, সংগঠক আব্দুস সালাম মুন্না প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।