জগন্নাথপুর টাইমসরবিবার , ৩ সেপ্টেম্বর ২০২৩, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

সুশান্ত দাস গুপ্ত যুক্তরাজ্যের রয়েল মেরিনে উপদেষ্টা হিসেবে যোগদান

Jagannathpur Times BD
সেপ্টেম্বর ৩, ২০২৩ ৭:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

মুহাম্মদ সালেহ আহমেদ  :

বাংলাদেশের প্রকৌশলী সুশান্ত দাস গুপ্ত যুক্তরাজ্যের রয়েল মেরিনে পরিবেশ-স্বাস্থ্য-অগ্নি নিরাপত্তা উপদেষ্টা হিসেবে যোগদান করলেন। যুক্তরাজ্যের মিনিস্ট্রি অব ডিফেন্সের এক নিয়োগপত্রে এ তথ্য জানা গেছে।

ইতিপূর্বে সুশান্ত ব্রিটিশ আর্মির একজন ক্যাডেট ইন্সট্রাকটর হিসেবে কর্মরত ছিলেন। নতুন নিয়োগের পর তিনি রয়েল মেরিনের ৩ কমান্ডো বিগ্রেডের ৩০ কমান্ডো গ্রুপের প্লিমাউথের ব্যারাকে কর্মরত থাকবেন।

সুশান্ত দাস গুপ্তের জন্ম বাংলাদেশের হবিগঞ্জ জেলায়। হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর সুশান্ত সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং থেকে বিএসএসি ইঞ্জিনিয়ারিং পাস করার পর ২০০৩ সালে ইপিসিটি নামক ইঞ্জিনিয়ারিং ফার্মে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন।

পরে উচ্চ শিক্ষায় যুক্তরাজ্য যাওয়ার আগ পর্যন্ত সফলতার সাথে সহকারী প্রকৌশলী হিসেবে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগে চাকরি করেন। যুক্তরাজ্যের ইস্ট লন্ডন ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করার পর দীর্ঘদিন টেকশেড নামক একটি ইঞ্জিনিয়ার ফার্ম পরিচালনা করেন। পেশাগত জীবনে সুশান্ত আমেরিক্যান অ্যাসোসিয়েশন অব সিভিল ইঞ্জিনিয়ার, ইনস্টিটিউট অব সিভিল ইঞ্জিনিয়ার, চাটার্ড ইনস্টিটিউট অব বিল্ডিং, চাটার্ড ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল হেলথ এবং ইনস্টিটিউট অব অকুপেসনাল হেলথ’র সদস্য। ২০০৬ সাল থেকে যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করছেন তিনি।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।