মুহাম্মদ সাজিদুর রহমান :
পূর্বলন্ডনে ১৪ তম লন্ডন বাংলা বইমেলার বর্ণাঢ্য উদ্বোধন হয়ে গেল কবি, সাহিত্যিক, সংস্কৃতিকর্মীদের মিলন মেলার মাধ্যমে।
শনিবার (২রা সেপ্টেম্বর ২০২৩) পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে বিলেতের বাংলা ভাষাভাষি লেখক-সাহিত্যিক-সাংবাদিক সাংস্কৃতিক কর্মী সহ সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শুরু হয়েছে ১৪তম লন্ডন বাংলা বইমেলা সাহিত্য সাংস্কৃতিক উৎসব, শেষ হবে ৩ সেপ্টেম্বর রবিবার।
শনিবার বিলেতের আকাশে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বাংলা একাডেমির সভাপতি প্রখ্যাত কথা সাহিত্যিক সেলিনা হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের শিক্ষা উপ মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি ।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিম, জাতীয় জাদুঘরের মহাপরিচালক কামরুজ্জামান, শব্দ সৈনিক রথীন্দ্রনাথ রায়।
আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগে সভাপতি সুলতান মাহমুদ শরিফ, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর ফারুক সহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ।