জগন্নাথপুর টাইমসসোমবার , ৪ সেপ্টেম্বর ২০২৩, ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

‘অসময়’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তাসনিয়া ফারিণ

Jagannathpur Times BD
সেপ্টেম্বর ৪, ২০২৩ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্কঃ  অস্ট্রেলিয়ায় শুটিং শেষে রোববার দেশে ফিরেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এসেই যোগ দিলেন কাজল আরেফিন অমির একটি ওয়েব ফিল্মে। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে।

ওয়েব ফিল্মটির নাম ‘অসময়’। প্রথমবারের মতো সিনেমা বানাতে যাচ্ছেন নির্মাতা অমি। তিনি বলেন, ২০১৯ সালে তাসনিয়া ফারিণ আমার ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকে মাত্র চারটি দৃশ্যে অভিনয় করেন। তারপর ‘ব্যাচেলর ট্রিপ’, ‘আপন’সহ কিছু কাজ হয়েছে আমাদের। এখন ২০২৩। আমার প্রথম ওয়েব ফিল্ম ‘অসময়’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তাসনিয়া ফারিণ।

ফারিণ সম্পর্কে এই নির্মাতা বলেন, আমি তার বেড়ে ওঠা দেখে সত্যিই মুগ্ধ হই। তার জন্য অনেক শুভকামনা। আমার বিশ্বাস, ‘অসময়’ ওয়েবে দেখতে পাবেন ফারিণ কতটা পরিণত এবং ধারালো অভিনেত্রী হয়েছেন।

ফারিণ বলেন, এ সময়ের জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি। তার সঙ্গে ‘অসময়’ নিয়ে কথা হয়েছে। বাকিটা এখনই বলতে চাই না।

গত মাসের ১১ তারিখ দীর্ঘদিনের প্রেমিক শেখ রেজওয়ান রাফিদ আহমেদকে বিয়ে করেন ফারিণ। এরপর হানিমুনে উড়াল দেন মালদ্বীপে। সেখান থেকে দেশে ফিরে শুটিংয়ের কাজে চলে যান অস্ট্রেলিয়া।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।