জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ৫ সেপ্টেম্বর ২০২৩, ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে এম.এ.জি ওসমানীর জন্মবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত

Jagannathpur Times BD
সেপ্টেম্বর ৫, ২০২৩ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

নাজমুল সুমন :

গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন উদ্যোগে বঙ্গবীর এম.এ.জি ওসমানীর ১০৫ তম জন্ম বার্ষিকী উপলক্ষে ভ্যাচুয়ালি আন্তর্জাতিক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মহান মুক্তিযুদ্ধের ‘কমান্ডার-ইন-চিফ’, বঙ্গবীর জেনারেল মুহাম্মদ আতাউল গনী ওসমানীর ১০৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের নেতৃবৃন্দের উপস্থিতিতে গত ৪ঠা সেপ্টেম্বর সোমবার  সংগঠনের পক্ষ থেকে এক ভ্যাচুয়ালি আন্তর্জাতিক স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।

গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মুহিবুর রহমান মুহিব এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ময়নুল চৌধুরী হেলাল এর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্বা আমেরিকার ডিকসেল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডাঃ জিয়াউদ্দিন আহমদ এবং বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও বাংলাদেশ ইউনিটের সভাপতি এ এম বদরুদ্দোজা।

ভ্যাচুয়ালি আন্তর্জাতিক স্মরণ সভায় আলোচনায় অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর রুপা চক্রবর্তী , প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন, গ্লোবাল এসোসিয়েশন সহ সভাপতি কাপ্তান হোসেন, সহ সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সহ সভাপতি আবুল কালাম আজাদ ছোটন, ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ মকিস মনসুর, সহ সভাপতি শেখ ফারুক আহমেদ, কোষাধ্যক্ষ রফিকুল হয়দার, বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক ইনজিনিয়ার মুহিব উদ্দিন, নিউজার্সি শাখার সভাপতি মোশারফ আলম, সহ সভাপতি আবুল কাশেম মজুমদার, সহ সভাপতি আখলাকুল আম্বিয়া চৌধুরী, সহ সভাপতি রেজাউল করিম চৌধুরী গ্লোবাল জালালাবদ এসোসিয়েশন সাংগঠনিক সম্পাদক শ্যামল কান্তি চন্দ, চলচ্চিত্র পরিচালক এম মোক্তাদির, ইউকে বিডি টিভির ভাইস চেয়ারম্যান  শেখ নুরুল ইসলাম প্রমূখ।

সভায় বক্তারা মরহুম জেনারেল ওসমানীর যথাযথ মু্ল্যায়নের জন্য সরকারের নিকট দাবী জানান। প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ডাঃ জিয়াউদ্দিন আহমদ মুক্তিযুদ্বের এই বীর সেনানীর জীবন ও আদর্শ নিয়ে আরো গবেষনার আহ্বান জানান। ভবিষ্যতে ওসমানীকে বিশ্ববাসীকে নিয়ে সম্মেলন করার আহ্বান জানান ।

সমাপ্তি পর্বে সভাপতির বক্তব্যে কাপ্তান হোসেন সভায় উপস্হিত হওয়ার জন্য ধন্যবাদ জানান, শেখ ফারুক আহমেদ এর দোয়ার পর সাধারণ সম্পাদক ময়নুল চৌধুরী হেলাল সভার মূল উদ্দ্যোক্তা গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন এর সহ সভাপতি মোহাম্মদ মকিস মনসুর সহ সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন ।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ ও বিশ্বময় বসবাসকারী আমাদের সকল সদস্যবৃন্দ জেনারেল এম এ জি ওসমানীর যথাযথ মুল্যায়নের আহবান জানানোর পাশাপাশি সভায় বক্তারা মরহুম জেনারেল ওসমানীর যথাযথ মু্ল্যায়নের জন্য সরকারের নিকট দাবী জানিয়েছেন।। সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।