জগন্নাথপুর টাইমসশুক্রবার , ৮ সেপ্টেম্বর ২০২৩, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জগন্নাথপুর উপজেলায় শ্রেষ্ঠ প্রাইমারী শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

Jagannathpur Times BD
সেপ্টেম্বর ৮, ২০২৩ ১০:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

 

রিয়াজ রহমান :
জ্ঞানই শক্তি। আর জ্ঞান অর্জনের উৎকৃষ্ট স্থান হলো একটি আদর্শ স্কুল। ‘শিশু শিক্ষিত হলে জাতি শিক্ষিত হবে’ এই উদ্দেশ্যকে সামনে রেখে ১৯১৮ সালে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়।

প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন ভাবে সাফল্য অর্জন করে আসছে এই বিদ্যালয়। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহাড়পাড়া ইউনিয়নের নিভৃতপল্লীর ৬৮ নং শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে ২০২৩ সালে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে।

জগন্নাথপুর উপজেলা যাচাই-বাছাই পদক কমিটি বিভিন্ন ক্যাটাগরির ভিত্তিতে শিক্ষা ক্ষেত্রে বিশেষ ভূমিকার রাখার জন্য শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত করেন।

গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর ২০২৩) জগন্নাথপুর উপজেলা শিক্ষা অফিসার মানিক চন্দ্র দাস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন বলেন, আমি শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিলাম। বিদ্যালয়টি উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হওয়ায় আমি গর্বিত। এই বিদ্যালয় এর অনেক ছাত্র নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে সমাজ এবং রাষ্ট্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। প্রাথমিক বিদ্যালয়টিতে লেখা-পড়ার মান অত্যন্ত ভালো।

এ স্কুলের আরেক প্রাক্তন শিক্ষার্থী, সৈয়দপুর আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান মুঠোফোনে জগন্নাথপুর টাইমসকে বলেন- আমি আনন্দিত, আমাদের প্রিয় এ শিক্ষা প্রতিষ্ঠান অতীত ঐতিহ্য বজায় রেখে জগন্নাথপুর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। এটি বিদ্যালয়ের সকল সম্মানিত শিক্ষকবৃন্দের নিরলস প্রচেষ্ঠার ফসল। এরজন্য ধন্যবাদ জানাই বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দকে, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক সদস্য, এলাকাবাসী ও প্রবাসী শিক্ষানুরাগী- সমাজকর্মীদের।
যাদের মনের টান এ স্কুলের জন্য —-কৃতজ্ঞতা তাদের প্রতি।
এ স্কুল থেকে আমিও ১৯৮৭ সালে সরকারি প্রাথমিক বৃত্তি পেয়েছিলাম, কারণ তৎসময়েও শিক্ষকবৃন্দের আন্তরিক প্রচেষ্ঠায় পাঠদান হয়েছিল বলে । আমাদের সময়ের অনেক সম্মানিত শিক্ষকবৃন্দ আজ দুনিয়াতে নেই। থাকলে তাঁরাও আনন্দিত হতেন তাদের প্রিয়স্কুলের এই সুন্দর , নান্দনিক দৃশ্য ও ভাল ফলাফল দেখে। আমি আজোও ঋণী আমার প্রাইমারী স্কুলের সেইসব গুণী শিক্ষকবৃন্দের কাছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম জগন্নাথপুর টাইমসকে বলেন, ১৯১৮সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিদ্যালয়টি অদ্যাবধি সুনামের সাথে পাঠদানের পাশাপাশি সর্বক্ষেত্রে সফলতা অর্জন করছে।সর্বশেষ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ইউনিয়ন চ্যাম্পিয়ন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ইউনিয়ন রানার্সআপ এবং উপজেলা পর্যায়ে সেমিফাইনাল পর্যন্ত সাফল্য অর্জন করে।এছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ইউনিয়ন, জেলা ও উপজেলা পর্যায়ে সব সময় সাফল্য অর্জন করে। বিদ্যালয় টি ২০০৭ সাল সমাপনী পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে। সর্বশেষ ২০২২ বৃত্তি পরীক্ষায় ৪ টি ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ছে।বিদ্যালয় এলাকার প্রবাসী ও কমিটির সদস্যদের সহযোগিতায় ভাল কাজ করার উৎসাহ পেয়ে থাকি।

শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) খসরু হোসেন কামালী বলেন, আমরা কমিটির সদস্যগণ সব সময় শিক্ষকদের ভালো কাজে উৎসাহ দিয়ে আসছি। শিক্ষকদের প্রচেষ্টায় বিদ্যালয়টি যেন সামনে আরো এগিয়ে যায় সেই প্রত্যশা করি।

উল্লেখ্য একই প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় যে, জগন্নাথপুর উপজেলার ২০২৩ সালের জন্য শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন – প্রধান শিক্ষক বিধান চন্দ্র গোপ , শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা লিনা খানম, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মোহাম্মদ আবুল কালাম, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা মোচ্ছামৎ পারভেজ বেগম, শ্রেষ্ঠ কাব শিক্ষক আরজিনা খানম এবং শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় — ৬৮ নং শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জগন্নাথপুর।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।