জগন্নাথপুর টাইমসশনিবার , ৯ সেপ্টেম্বর ২০২৩, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

ডা. শুভ অস্ট্রেলিয়ার রয়্যাল কলেজে কাউন্সিলর নির্বাচিত

Jagannathpur Times BD
সেপ্টেম্বর ৯, ২০২৩ ৮:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

মুহাম্মদ সালেহ আহমেদ,

অনলাইন ডেস্ক :

অস্ট্রেলিয়ার মেলবোর্ন প্রবাসী বাংলাদেশি ফ্যামিলি ফিজিশিয়ান ডা. আহমেদ শরীফ শুভ রয়্যাল অস্ট্রেলিয়ান কলেজ অব জেনারেল প্র্যাকটিশনার্সের (আরএসিজিপি) নির্বাচনে ভিক্টোরিয়া রাজ্য থেকে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

রয়্যাল অস্ট্রেলিয়ান কলেজ অব জেনারেল প্র্যাকটিশনার্স দেশটির সব জেনারেল প্র্যাকটিশনারদের সর্বজনীন প্রতিনিধিত্বকারী একমাত্র প্রফেশনাল কলেজ। এই কলেজ অস্ট্রেলিয়ার সব জেনারেল প্র্যাকটিশনারদের স্বার্থ সংরক্ষণ ছাড়াও পেশার সার্বিক মানোন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করে এবং জেনারেল প্র্যাকটিশনারদের স্নাতোকোত্তর বিশেষজ্ঞ পরীক্ষা পরিচালনা ও নিয়ন্ত্রণ করে।

জেনারেল প্র্যাকটিশনারদের ভোটাধিকারের ভিত্তিতে অনুষ্ঠিত নির্বাচনে এই প্রথমবারের মতো কোনও বাংলাদেশি কলেজটির কোনও পদে নির্বাচিত হলেন।

 

অপর বাংলাদেশি চিকিৎসক ডা. মনিরুল হকও এবারের নির্বাচনে কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র ডা. শুভ একাধারে চিকিৎসক, কবি, গল্পকার, কলাম লেখক, চিকিৎসাশিক্ষাবিদ ও সমাজকর্মী। তিনি দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে নিয়মিত লেখালেখি করেন। ডা. শুভ ব্রিটিশ মেডিকেল জার্নালসহ বিভিন্ন আন্তর্জাতিক মেডিকেল জার্নালে গবেষণা ও বৈজ্ঞানিক নিবন্ধ প্রকাশ করেছেন। তিনি মেলবোর্নভিত্তিক সাহায্য সংস্থা সোস্যাল হেল্প এন্ডেভার ফর বাংলাদেশ (সেবা)’র প্রতিষ্ঠাতা সভাপতি। সংস্থাটি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সুবিধাবঞ্চিতদের প্রাথমিক স্বাস্থ্যসেবা উন্নয়ন ও কর্মসংস্থানে কাজ করছে। তাছাড়া তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের ফ্যামিলি মেডিসিন ট্রেনিং প্রোগ্রামের যুগ্ম সমন্বয়ক।

উল্লেখ্য, ডা. শুভ দক্ষিণ আফ্রিকায় থাকাকালে নব্বইয়ের দশকে সাউদ আফ্রিকান ফরেন কোয়ালিফাইড ডক্টরস অ্যাসোসিয়েশোনের সভাপতি ছিলেন। আরএসিজিপিতে নবনির্বাচিত অপর বাংলাদেশি কাউন্সিলর ডা. মনিরুল হক স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র ও বর্তমানে মেলবোর্নে কর্মরত।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।