জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ২৮ মার্চ ২০২৩, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিষয়ে গোলটেবিল আলোচনা

Jagannathpur Times BD
মার্চ ২৮, ২০২৩ ৮:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক: ‘বাংলাদেশের অর্জন, চ্যালেঞ্জ এবং এগিয়ে যাওয়ার পথ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভা যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় সোমবার হার্ভার্ড ইউনিভার্সিটির কেনেডি স্কুলের অ্যাশ সেন্টারে এ সভায় আলোচনা করেন ফ্যাকাল্টি সদস্য, গবেষকসহ পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। কেনেডি স্কুলের সাবেক শিক্ষার্থীও এতে উপস্থিত ছিলেন।

অ্যাশ সেন্টারের আন্তর্জাতিক বিষয়ক অধ্যাপক অ্যান্থনি সাইচ এবং হার্ভার্ড কেনেডি স্কুলের রাজাওয়ালি ফাউন্ডেশন ইনস্টিটিউট ফর এশিয়ার পরিচালক স্বাগত বক্তব্য রাখেন। নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম সমাপনী বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা, ডিজিটাল রূপান্তরের পাশাপাশি বিদ্যুৎ ও পরিবহন অবকাঠামো উন্নয়নসহ অর্থনৈতিক ও উন্নয়নমূলক দৃশ্যপটে দেশের অভূতপূর্ব অগ্রগতির ওপর জোর দেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশকে ‘সোনার বাংলা’তে পরিণত করার জন্য সরকারের দৃঢ় প্রতিশ্রুতি এবং ফলাফলমুখী কৌশলের কথা পুনর্ব্যক্ত করেন তিনি। বাংলাদেশের এই অভূতপূর্ব উন্নয়নের গতিপথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও গতিশীল নেতৃত্বের কৃতিত্ব দেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সঠিক পথেই রয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে এই অঞ্চল এবং এর বাইরের ভূ-রাজনৈতিক বাস্তবতা প্রতিফলিত হয়। তিনি আঞ্চলিক প্রেক্ষাপটে বাংলাদেশের ভূমিকা ও অবদানের ওপর আলোকপাত করেন। বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতা ও অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।