জগন্নাথপুর টাইমসরবিবার , ১০ সেপ্টেম্বর ২০২৩, ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনার সঙ্গে ঋষি সুনাক কুশল বিনিময় করছেন

Jagannathpur Times BD
সেপ্টেম্বর ১০, ২০২৩ ৮:১২ পূর্বাহ্ণ
Link Copied!

মুহাম্মদ সাজিদুর রহমান :

জি২০ সম্মেলনে অংশ নিতে ভারতে অবস্থান করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেখানেই দেখা গেছে প্রধানমন্ত্রীর সঙ্গে ঋষি সুনাক কুশল বিনিময় করছেন।

রবিবার (১০ সেপ্টেম্বর ২০২৩) একটি ছবিতে দেখা গেছে, প্রধানমন্ত্রীর কাছে গিয়ে তিনি হাঁটু মুড়ে বসে কথা বলছেন।

এর আগে সম্মেলনে অংশগ্রহণ করা বিশ্বনেতারা একসঙ্গে শ্রদ্ধা জানাতে দিল্লির রাজঘাটে যান।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাদের সাথে নিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানোর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্ব নেতারা সম্মেলনের স্থল ভারত মান্দাপামে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।গত মে মাসে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন সফল অর্থনৈতিক নেতা হিসেবে অভিহিত করে বলেছিলেন, ‘আপনি আমাদের জন্য অনুপ্রেরণা।’ সুনাক বলেন, ‘আমি আপনাকে অনেক বছর ধরে অনুসরণ করছি।

আপনি একজন সফল অর্থনৈতিক নেতা।’ ঋষি সুনাক জানান, তাঁর দুই মেয়ে ও স্ত্রী শেখ হাসিনার বড় ভক্ত। সুনাকের প্রত্যাশা তাঁর মেয়েরাও শেখ হাসিনার মতো মহান নেতা হবেন।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।