জগন্নাথপুর টাইমসরবিবার , ১০ সেপ্টেম্বর ২০২৩, ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

ব্রিটিশ-বাংলাদেশিদের জীবন মান নিয়ে সংলাপ অনুষ্ঠিত

Jagannathpur Times BD
সেপ্টেম্বর ১০, ২০২৩ ৮:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

এস কে এম আশরাফুল হুদা  :

ব্রিটেনে বসবাসরত ব্রিটিশ-বাংলাদেশিদের জীবন মান, সমস্যা ও সম্ভাবনা, উন্নয়ন ও অবদান নিয়ে গবেষণারত থিংকট্যাংক সেন্টার ফর ব্রিটিশ বাংলাদেশিজ (সিএফবিবি) এর উদ্যোগে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি পূর্ব লন্ডনের হ্যানবেরি স্ট্রিটস্থ কবি নজরুল সেন্টারে সংলাপ আয়োজিত হয়। ২০২১ সালের আদমশুমারির রিপোর্টের ওপর ভিত্তি করে সেমিনারে ব্রিটিশ বাংলাদেশিদের নানামুখি আর্থ-সামাজিক উন্নয়ন, চ্যালেঞ্জ এর মোকাবেলা এবং এখানে বেড়ে উঠা তরুণদের অপরাধ প্রবণতা ইত্যাদি তথ্য উপাত্ত, কমিউনিটির মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মদক্ষতা, বাসস্থান এবং উচ্চপদে তাদের অবস্থান, বৈষম্যসহ বিভিন্ন ক্ষেত্রে এই কমিউনিটিসহ অন্যান্য কমিউনিটির সাথে তুলনামূলক অগ্রগতি অবনতির ওপর আলোচনা করা হয়।

সিএফবিবির চেয়ারম্যান ড. জামাল উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন গবেষক ড. জামিল শরিফ এবং লন্ডনে ইয়ুথ ক্রিমিনাল বার অ্যাসোসিয়েশনের চেয়ার ব্যারিস্টার জায়েদ আহমেদ।

অনুষ্ঠানের উদ্দেশ্য  ব্রিটিশ সমাজে ব্রিটিশ বাংলাদেশিদের সুগভীর প্রভাবের ওপর আলোচনা করা। এটি ব্রিটেনের সাংস্কৃতিক অগ্রগতি, আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশি কমিউনিটির অবদান এবং ব্রিটিশ জীবনযাত্রার সাথে তাদের মিলেমিশে একীভূত হয়ে পথচলার বিস্তৃত প্রভাব নিয়ে আলোচনা করা। পাশাপাশি এদেশের আইনগত কাঠামোর দৃষ্টিকোণ থেকে বাংলাদেশি কমিউনিটির অংশগ্রহণসহ আরো বিভিন্ন সুবিধাদি নিয়েও আলোচনা করা হয়।

সেমিনারে অংশগ্রহণকারীরা ব্রিটিশ সমাজে উজ্জ্বল অবদান রাখার সময় এই সম্প্রদায় কীভাবে নানামুখি চ্যালেঞ্জ এর সম্মুখীন হয় ও মোকাবেলা করে তারও অনুসন্ধান করে।

সেমিনারে দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের বাঙালি তরুণদের মাঝে অপরাধ প্রবণতা এবং কীভাবে এই সমস্যাগুলো সমাধান করা যায় এ নিয়ে সকল কমিউনিটি কীভাবে একসাথে কাজ করতে পারে তার ওপর আলোচনা করা হয়।

সিএফবিবি এই দুই প্রখ্যাত বক্তাকে এবং উপস্থিত কমিউনিটির নানাস্তরের নেতৃত্বদানকারী প্রফেশনালস, শিক্ষাবিদ, সাংবাদিক, কমিউনিটি নেতাদের একসাথে পেয়ে তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন এবং কৃতজ্ঞতা প্রকাশ করে। উপস্থিত সকলেই তাদের নিজ নিজ ক্ষেত্রে অত্যন্ত প্রভাবশালী এবং তাদের ইতিবাচক অন্তর্দৃষ্টি ও অবদানে ব্রিটিশ সমাজ নানাভাবে উপকৃত হচ্ছে। বক্তাদের আলোচনায় ব্রিটিশ সমাজে ব্রিটিশ বাংলাদেশিদের বিকাশ, অবদান, চ্যালেঞ্জ এবং একীভূত হয়ে কাজ করা, বৈচিত্রতা এবং সমান সুযোগের উন্নয়নে চলমান প্রচেষ্টারও প্রতিফলন ঘটে।

সেমিনারে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা শাহগীর বখত ফারুক, শিক্ষাবিদ ড. আব্দুল বারী,  নজরুল ইসলাম বাসন, সংগঠক দিলওয়ার হোসাইন খান ও মুসাদ্দিক আহমদ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেক্রেটারি তাইছির মাহমুদ, কুইনমেরি ইউনিভার্সিটির শিক্ষক ড. শাহজালাল সরকার, ব্যবসায়ী বাবলুল হক বাবুল, কমিউনিটি অ্যাকটিভিস্ট শাহনূর খান, একাউন্টেন্ট আজিজুল হক কায়েস, হাসান আল বান্না, আকবর হোসেনসহ বিশিষ্টজনেরা।

প্রাণবন্ত সেমিনারে অংশগ্রহণকারী অতিথিদের আকর্ষণীয় তত্ত্ব ও তথ্যবহুল উপস্থাপনা সবাইকে মুগ্ধ করে। প্রেজেনটেশনের আগে ও পরে সবাই উন্মুক্ত আলোচনা, প্রশ্নোত্তরপর্ব এবং নেটওয়ার্কিং করার সুযোগ পান।

ব্রিটেনে বসবাসরত ব্রিটিশ-বাংলাদেশি প্রফেশনালসদের সমন্বয়ে গঠিত সেন্টার ফর ব্রিটিশ বাংলাদেশিজ (সিএফবিবি) একটি থিংকট্যাংক। সিএফবিবি ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির জীবনমানের উন্নয়ন, বর্ণবাদ, বৈসম্য, বঞ্চনা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে গবেষণা, সেমিনার ও সময়োপযোগী দিক নির্দেশনা, বৃর্টিশ সরকার ও এর বিভিন্ন সংস্থার সাথে লবি করা ও প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।