জগন্নাথপুর টাইমসবুধবার , ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথপুরে ধর্ষণের অভিযোগে ১জনকে আটক করেছে পুলিশ

Jagannathpur Times BD
সেপ্টেম্বর ১৩, ২০২৩ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের জগন্নাথপুরে এক তরুনীকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠেছে। ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার  (১২ সেপ্টেম্বর) অভিযুক্ত মোজাহিদ মিয়া (২২) সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

মোজাহিদ উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের জয়নগর গ্রামের সাইফুর রহমান মিয়ার ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ১৭ জুলাই জয়নগর গ্রামের এক ইজিবাইক (টমটম) চালকের মেয়ে (১৭) নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। এ ঘটনায় ২৫ জুলাই জগন্নাথপুর থানায় নিখোঁজের বিষয় উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি করেন ওই তরুণী বাবা। দেড় মাস পর রোববার ওই টমটম চালক জানতে পারেন, তার মেয়ে একই গ্রামের মোজাহিদ মিয়ার বাড়িতে রয়েছে।

পরে জগন্নাথপুর থানায় বিষয়টি অবহিত করা হলে পুলিশ অভিযান চালিয়ে ওই তরুণীকে উদ্ধারসহ অভিযুক্তকে আটক করেন।

ওই তরুণীর বাবা বলেন, উদ্ধারের পর আমার মেয়ে জানায় তাকে বিয়ের প্রলোভন দিয়ে বাড়ি থেকে পালিয়ে নিয়ে যায় মোজাহিদ। গত দেড় মাসে তাকে বিভিন্ন জায়গায় রেখে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করে। মোজাহিদের স্ত্রী ও এক সন্তান রয়েছে।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ওই তরুণীর বাবা বাদী হয়ে অপহরণ ও ধর্ষণ আইনে মামলা করেছেন। সোমবার ভিকটিমকে চিকিৎসকের পরীক্ষার জন্য সিলেট এম এ জি মেডিকেল কলেজ হাসপাতালে এবং আসামিকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।