জগন্নাথপুর প্রতিনিধি:
যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ কে জাতীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত করায় জগন্নাথপুর উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর বিকেলে জগন্নাথপুরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
বিএনপি চেয়ারপাসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুবই বেশি অসুস্থ। এমন সময় সুনামগন্জ জেলার জগন্নাথপুরে আনন্দ মিছিল করায় বিএনপি পরিবারের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। উক্ত আনন্দ মিছিলে নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন
জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আনসার মিয়া, উপজেলা যুবদল নেতা শামীনুর রহমান, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুয়েল আহমদ রাজা, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম আহমদ, যুবদল নেতা আলী, জয়নুল হক, হোসেন, লিকছন খান, রিপন মিয়া, সোহেদ আহমেদ, লেবু মিয়া, মহসিন মিয়া, আনিছ আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শামীম আহমদ, কলকলি ইউপি যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়া প্রমূখ।
বিবৃতিদাতারা গণমাধ্যমে দেয়া প্রেস বিজ্ঞাপ্তি উল্লেখ করেন বেগম জিয়াকে দেশে চিকিৎসা করার মত আর কোন ব্যবস্থা নেই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও চিকিৎসায় নিয়োজিত মেডিক্যাল টিম।
এমন দুঃসময়ে যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদকের পদোন্নতিতে জগন্নাথপুরে চলছে আনন্দ শোভাযাত্রা ও মিছিল, অথচ বিগত দিনে জগন্নাথপুরে কেন্দ্রীয় কর্মসূচি পালন না করে তা ইউনিয়ন গুলোতে নামে মাত্র পালন করা হয়।
আজ নেত্রীর অসুস্থ রেখে আনন্দ মিছিল করায় আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা অন্তর থেকে ধিক্কার জানাই।
বিবৃতিতে উল্লেখ করেন সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, মাহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এম আব্দুল মালিক পদোন্নতি পেয়ে কোন আনন্দ উৎসব না করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামা করে দোয়া মাহফিল করেছেন।
দেশের এই ক্লান্তিলগ্নে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থ রেখে কোন বিএনপির কর্মী সর্মথক নেতা আনন্দ করার প্রশ্নই উঠেনা। আমরা এর তীব্র নিন্দা জানাই। সংবাদ বিজ্ঞপ্তি