জগন্নাথপুর টাইমসবৃহস্পতিবার , ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

প্রতিযোগিতাময় বিশ্বে ঠিকে থাকতে হলে কারিগরি শিক্ষা প্রয়োজন

Jagannathpur Times BD
সেপ্টেম্বর ২১, ২০২৩ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

 

নিজস্ব প্রতিবেদক, সিলেট :

সিলেটে এবারের এসএসসি পরীক্ষায় ইউসেপ সোলায়মান চৌধুরী বালুচর টেকনিক্যাল স্কুলের ৬৭ জন শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাস-সহ কৃতীত্বপূর্ণ ফলাফল অর্জন করায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ইউসেপ সোলায়মান চৌধুরী বালুচর টেকনিক্যাল স্কুল প্রাঙ্গণে ইউসেপ সিলেট অঞ্চল’র উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানে
ইউসেপ বাংলাদেশ’র সিলেট আঞ্চলিক ব্যবস্থাপক মো. কাইউম মোল্লার সভাপপিত্বে
প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিট করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিরণ মাহমুদ নিপু,
সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন-(বাপা) সিলেটের কোষাধ্যক্ষ ছামির মাহমুদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার শিরীনা আক্তার, উপজেলা একাডেমিক সুপারভাইজার, সিলেট সদর।

প্রধান অতিথি অভিজিৎ কুমার পাল ইউসেপ বাংলাদেশ এবং ইউসেপ সিলেট অঞ্চলের কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন পাশাপাশি ইউসেপ স্কুলের কৃতী শিক্ষার্থীদের এসএসসি-২০২৩ পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের কৃতিত্বের মূল্যায়ন করলে তারা বেশি বেশি উৎসাহ পায় এবং আরও উদ্যমী হয়ে ওঠে।

বক্তারা আরও বলেন, শুধু মেধাবী হলে চলবে না প্রতিযোগিতাময় বিশ্বে ঠিকে থাকতে হলে কারিগরি শিক্ষা অর্জন করে এগিয়ে যেতে হবে। আর শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলি সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য অভিভাবকদের শিক্ষার্থীদের প্রতি যত্নশীল হতে হবে। পরিবার থেকে নৈতিক ও মানবিকতার শিক্ষা শিশুরা পেলে তারা কখনো পথ হারাবে না।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।