নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ :
সুনামগঞ্জের দিরাইয়ে ৬৫ লাখ টাকা মূল্যের ১০ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৬০ টি চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বেলা ৩টায় দিরাই মধ্য বাজারে একটি গোডাউন থেকে এসব কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। এ সময় ব্যবসায়ী বিপ্লব শর্মাকে ৫ হাজার টাকা জরিমানা করে আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দকৃত জাল রাতে বিএডিসি মাঠে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, দিরাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন।
এ সময় দিরাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলম, দিরাই থানার সেকেন্ড অফিসার এস আই ছত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।