জগন্নাথপুর টাইমসসোমবার , ১৬ অক্টোবর ২০২৩, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

ব্রিটেনের বাংলাদেশ হাইকমিশনে চালু হলো ই-পাসপোর্ট সেবা

Jagannathpur Times BD
অক্টোবর ১৬, ২০২৩ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

এসকেএম আশরাফুল হুদা :

ব্রিটেনের বাংলাদেশ হাইকমিশনে চালু হলো ই-পাসপোর্ট সেবা কার্যক্রম , এখন থেকে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে সরাসরি আবেদন করা যাবে ই-পাসপোর্টের।

ইউরোপের বিভিন্ন দেশের বাংলাদেশ মিশনগুলোতে আগে চালু হলেও অবশেষে ব্রিটেনে চালু করা হলো বাংলাদেশের ই-পাসপোর্ট সেবা কার্যক্রম। নিরাপত্তা, দীর্ঘ মেয়াদ আর স্মার্ট ইমিগ্রেশনসহ নানা সুবিধা রয়েছে বাংলাদেশের নতুন ই-পাসপোর্টে।

সম্প্রতি বাংলাদেশ হাইকমিশন লন্ডনে এক অনুষ্ঠানের মাধ্যমে ই-পাসপোর্ট সেবা কার্যক্রমের উদ্ভোধন করা হয়।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশেই প্রথম ই-পাসপোর্ট সেবা চালু করে। প্রবাসীদের আশা, এই পাসপোর্ট বহির্বিশ্বে বাংলাদেশিদের যাতায়াত সহজ করার পাশাপাশি ইউরোপসহ উন্নত বিশ্বে পাসপোর্টের মান বাড়াতে সহায়ক হবে।

ই-পাসপোর্টের সবচেয়ে বড় সুবিধা এর মাধ্যমে ই-গেট ব্যবহার করে খুব দ্রুত ও সহজে ভ্রমণকারীরা যাতায়াত করতে পারেন। এই সেবা চালু হলে নানা বিড়ম্বনা থেকে মুক্তি পাওয়ার আশা করছেন ব্রিটেন প্রবাসীরা। বিশেষ করে বিমানবন্দরের ভোগান্তি কমার পাশাপাশি পাসপার্টে ১০ বছরের দীর্ঘ মেয়াদের সুবিধাও মিলবে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।