জগন্নাথপুর টাইমসবৃহস্পতিবার , ২৬ অক্টোবর ২০২৩, ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

ওসমানীনগরে ২২ দোকান পুড়ে ছাই, অর্ধকোটি টাকার ক্ষতি

Jagannathpur Times BD
অক্টোবর ২৬, ২০২৩ ৩:৩২ অপরাহ্ণ
Link Copied!

 

জুবেল আহমদ সেকেল, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে অগ্নিকান্ডে ২২টি দোকানঘর পুড়ে গিয়ে প্রায়
অর্ধকোটি টাকার অধিক ক্ষতি সাধিত হয়েছে।

বৃহস্পতিবার ভোরে উপজেলার ব্যবসায়িক প্রাণকেন্দ্র গোয়ালাবাজারে এই অগ্নিকান্ডের ঘটনাটি
ঘটে। খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় দেড় ঘন্টার
চেষ্ঠায় আগুন নেভাতে সক্ষম হওয়ায় চারপাশের বড়বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো রক্ষা পায়।
জানা যায়, ওসমানীনগরের ব্যবসায়িক প্রাণকেন্দ্র গোয়ালাবাজারের পুরাতন
গরুর হাটে হকারদের ২৩টি ক্ষুদ্র কাপড়ের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বৃহস্পতিবার
ভোররাতে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে সবগুলো দোকানে আগুন
ছড়িয়ে পড়ে। এসময় বিকট শব্দ হলে বাজারের নৈশপ্রহরি ঘটনা স্থলে ছুটে এসে
আগুন দেখতে পান। খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে
পৌছে প্রায় দেড় ঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন। ততক্ষণে সবগুলো
ব্যবসা প্রতিষ্ঠানগুলো মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে
ব্যবসায়ীদের অর্ধকোটির টাকার অধিক ক্ষতি সাধিত হয়। ফায়ার সার্ভিসের
ধারণা বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের জানান, ভোর সাড়ে ৫টার দিকে দোকানে আগুন লাগার
বিষয়টি জানতে পারেন। বাজারে এসে দেখেন মালামালসহ পুরো দোকান পুড়ে
ছাই হয়ে গেছে। তারা আরো জানান, একসময় তারা বাজারের ফুটপাতে ব্যবসা
করতেন, কিন্তু বাজারে ফুটপাতে চলাফেরায় ব্যাঘাত ঘটার কারণে প্রায় যুগ
পূর্বে স্থানীয় প্রশাসনের উদ্যোগে তাদেরকে পুরাতন গরুর বাজারে স্থানান্তর
করা হয়েছিল। সেই থেকে তারা নিজ খরচে টিনসেডের ঘর তৈরি করে ব্যবসা করে
জীবন যাপন করে আসছিলেন। অগ্নিকান্ডে তাদের স্থাপনাসহ প্রায় ৮০ লাখ
টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।। শুধু কাপড় নয়, একজন ছাগল ব্যবসায়ীর
১২টি ছাগল পুড়ে গেলে ঘটনাস্থলেই ৮টি ছাগলের মৃত্যু হয়েছে।
তাজপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার সুকুমার সিংহ বলেন, খবর
পেয়েই আমরা ঘটনাস্থলে ছুটে যাই। দুটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্ঠা
চালিয়ে আগুন নেভাতে সক্ষম হই। ফলে পাশ্ববর্তী বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো
ক্ষতির হাত থেকে রক্ষা পায়। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে
আগুনের সূত্রপাত হতে পারে।
হকার মার্কেট ক্ষুদ্র ব্যবসায়ি সমিতির সভাপতি ও ব্যবসায়ী আবদুল কাদির
কান্না জড়িত কণ্ঠে বলেন, আমরা সব ব্যবসায়ী নিঃষ¦ হয়ে গেছি। কিছু দিন
আগে ১লাখ ৭০ হাজার টাকা খরচ করে ঘর তৈরি করেছি। শীতের জন্য অনেক নতুন
কাপড় দোকানে তুলেছি। সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। তিনি আরো
বলেন, বিদ্যুৎ থেকে আগুন লাগলেতো বিদ্যুতের লাইন পুড়ার কথা কিন্তু তা হয়নি।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য সরকারি সহযোগিতা কামনা করেন
তিনি।

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ নিলীমা রায়হানা বলেন, খবর
পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সরকারি সহযোগিতার জন্য ব্যবসায়ীদের ক্ষয়-
ক্ষতির বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করবেন বলে জানান তিনি।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।