সৌদি আরব সংবাদদাতা :
সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের জন্য শিগগিরই চালু হতে যাচ্ছে জাতীয় পরিচয়পত্র সেবা। এ লক্ষ্যে সৌদিতে অবস্থিত বাংলাদেশের দূতাবাসে বৃহস্পতিবার প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদানসংক্রান্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, সৌদিতে প্রায় ২৮ লাখ অভিবাসী বাংলাদেশিদের অনেকের জাতীয় পরিচয়পত্র নেই। যার ফলে প্রবাসীদের দেশে নানা ধরনের সেবা প্রাপ্তিতে সমস্যায় পড়তে হয়।
সৌদি প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র দিতে রিয়াদে বাংলাদেশ দূতাবাস ও জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট অফিসে বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি প্রতিনিধিদল ইতোমধ্যে কারিগরি প্রক্রিয়া ও প্রশিক্ষণ প্রদান সম্পন্ন করেছে। আশা করা যায় শিগগিরই প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র সেবা দেওয়া সম্ভব হবে।
জাবেদ পাটোয়ারী বলেন, সবার হাতে স্মার্টকার্ড (জাতীয় পরিচয়পত্র) পৌঁছে দেওয়া প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক প্রকল্প। তাই সংযুক্ত আরব আমিরাতের পর দ্বিতীয় দেশ হিসাবে সৌদিতে এ প্রকল্পের কাজ শুরু করা হচ্ছে।