মুহাম্মদ সালেহ আহমেদ,
অনলাইন ডেস্কঃ
আকাশ থেকে পড়ছে কাঁড়ি কাঁড়ি ডলার। কুড়াচ্ছে কয়েক হাজার মানুষ। চেক প্রজাতন্ত্রের লিসা নাদ লাবেম শহরের কাছে সম্প্রতি এমন ঘটনা ঘটেছে। ঘটনাটির ভিডিও ভাইরাল হয়েছে অনলাইনে।
বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল। প্রায় চার হাজার মানুষ এক ঘণ্টারও কম সময়ের মধ্যে হেলিকপ্টার থেকে ছড়ানো ১০ লাখ ডলার সংগ্রহ করে।
এই উদ্যোগ নিয়েছিলেন চেক প্রজাতন্ত্রের ইনফ্লুয়েন্সার ও টিভি উপস্থাপক কাজমা। ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে কাজমা ক্যাপশনে লিখেছেন, বিশ্বে প্রথমবারের মতো সত্যিকারের ডলারের বৃষ্টি হলো!
ছবি: সংগ্রহীত
সূত্র: ডেইলি মেইল
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।