জগন্নাথপুর টাইমসরবিবার , ২৯ অক্টোবর ২০২৩, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা গৃহবধূ খুন, ৫ জনের মৃত্যুদণ্ড

Jagannathpur Times BD
অক্টোবর ২৯, ২০২৩ ৮:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ সংবাদদাতাঃ 

হবিগঞ্জের চুনারুঘাটে যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার দায়ে পাঁচজনের মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. জাহিদুল হক এ দণ্ডাদেশ দেন।

বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেছেন হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আবুল মনসুর চৌধুরী।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাদেকপুর গ্রামের মরহুম হরমুজ আলীর ছেলে (নিহতের স্বামী) রাসেল মিয়া, রাসেল মিয়ার মা তাহেরা বেগম, রাসেল মিয়ার ভাই কাউছার মিয়া, বোন রুজি আক্তার ও হুসনা আক্তার।

মামলার বিবরণে জানা যায়, যৌতুকের জন্য প্রায়ই রাসেল মিয়া তার স্ত্রী আয়েশা আক্তারকে নির্যাতন করত। এমনকি রাসেল মিয়ার মা ও ভাই-বোনেরা আয়েশার ওপর অমানসিক নির্যাতন চালাত।

২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর দুই মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় রাসেল মিয়া ও তার মা-ভাই-বোনের নির্যাতনের ফলে মারা যান আয়েশা।

এ ঘটনায় আয়েশার বাবা আব্দুস সাত্তার বাদী হয়ে মামলা করেন। রাষ্ট্রপক্ষ ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় কাউছার মিয়া ছাড়া অন্যরা উপস্থিত ছিলেন।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।