জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ৩১ অক্টোবর ২০২৩, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের বৈঠক অনুষ্ঠিত

Jagannathpur Times BD
অক্টোবর ৩১, ২০২৩ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

এসকেএম আশরাফুল হুদা  :

লন্ডনে বসবাসরত বাংলাদেশী বংশোদ্ভূত ছাত্র-ছাত্রীদের মধ্যে আসন্ন পুরস্কার বিতরণ উপলক্ষে রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের (আরসিটি) একটি প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গত ২৯ অক্টোবর রবিবার বিকালে রেডব্রিজের ওকসলেনের অ্যাপল রিয়েল এস্টেস্টে এই বৈঠক হয়। সভায় সভাপতিত্ব করেন রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের (আরসিটি) সভাপতি মোহাম্মদ অহিদ উদ্দিন। রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের সেক্রেটারি শাহীন চৌধুরী জাগ্রত নারী উন্নয়ন সংস্থা বাংলাদেশ-এর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আরসিটির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। আরসিটির কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

আরসিটি সভাপতি মোহাম্মদ অহিদ উদ্দিন বলেন, শাহীন চৌধুরী একজন নিবেদিতপ্রাণ ও প্রতিশ্রুতিশীল ব্যক্তি। কমিউনিটিতে তার অনেক অবদান রয়েছে। এই অবদানের জন্য সত্যিই তিনি প্রশংসারযোগ্য ।

শুভেচ্ছার জবাবে শাহীন চৌধুরী সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, যতদিন বেঁচে আছি বাংলাদেশের মানুষ এবং ব্রিটেনের কমিউনিটির জন্য কাজ করে যাবো।

আরসিটি সভাপতি মোহাম্মদ অহিদ উদ্দিন ইসি সদস্যের কাছে গত মাসের আরসিটি কার্যক্রমের প্রতিবেদন পেশ করেন এবং সভায় তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

আরসিটি সভাপতি ওকস লেন রিফর্ম সিনাগগ সুইসার্সে ছাত্র-ছাত্রীদের জন্য আসন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে আমন্ত্রণ জানান।

সভার সভাপতি উক্ত পুরস্কার বিতরণী প্রোগ্রাম সফল করার লক্ষ্যে সদস্যদের গভীর অবদান এবং সমর্থনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি আফসার হোসেন এনাম, সহ-সভাপতি মোহাম্মদ ফারুক উদ্দিন, সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী, কোষাধ্যক্ষ আনামুল হক এনাম, সাংগঠনিক সম্পাদক মাকসুদ আহমেদ, প্রেস ও পাবলিসিটি সেক্রেটারি মিছবাহ জামাল, সদস্য সচিব জয়নুল ইসলাম চৌধুরী, সমাজ ও কল্যাণ সম্পাদক তারেক চৌধুরী, ডাঃ সৈয়দ আহমদ চৌধুরী প্রমুখ। আপ্যায়ন শেষে সভার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি মোহাম্মদ অহিদ উদ্দিন। সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।