জগন্নাথপুর টাইমসবৃহস্পতিবার , ২ নভেম্বর ২০২৩, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের ভিন্ন রকম আসর সম্পন্ন

Jagannathpur Times BD
নভেম্বর ২, ২০২৩ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, সিলেট :

অনুষ্ঠিত হলো বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে একক কবিতা পাঠের আসর।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) এই আয়োজনে সিলেটের জিন্দাবাজারস্থ একটি শপিং মলের হলরুমে এক ঝাঁক নবীন-প্রবীণ সামিল হয়েছিলেন অনুষ্ঠানে।

কবিতা পাঠের ফাঁকে ফাঁকে কেউ শুনাচ্ছিলেন গান, কেউ বা বক্তব্য আবার কেউ ব্যক্ত করছিলেন নিজের প্রতিক্রিয়া। মোট কথা গান,কবিতা আর জমজমাট আলোচনায় উপস্থিত সকলেই বেশ উপভোগ্য সময় কাটিয়েছেন।

আয়োজনের শুরুতেই সংগঠনের থিম সং পরিবেশন করেন গণসঙ্গীত শিল্পী উত্তম চৌধুরী।

আলোচক হিসেবে বক্তব্য প্রদানকালে দেবব্রত রায় দিপন কবি মিসবাহ জামিলের একটি কবিতা আবৃত্তি করে শোনান।

যাকে কেন্দ্র করে এই আয়োজন, তিনি শিলিগুড়ি ভারত থেকে আগত কবি ও বাচিক শিল্পী নীলাক্ষী অনুরাধা।

কবি রাজা রাকীব এর শুভেচ্ছা বক্তব্যের পরই শুরু হয় আমন্ত্রিত অতিথির একক কবিতা পাঠের আসর।

বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি রাহনামা শাব্বির চৌধুরী মনির সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মাছুমা টফি একার প্রানবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক শ্যামল সিলেটের মফস্বল সম্পাদক দেবব্রত রায় দিপন, সংগঠনের উপদেষ্টা কবি সাংবাদিক ও গল্পকার সেলিম আউয়াল , বিনতা দেবী, রোটারিয়ান বিমলেন্দু পাল, কবি ইশরাক জাহান জেলী, মো.লোকমান হেকিম, সহ সাধারণ সম্পাদক রওশন আরা, বাশি খূঁৎহৈবম, সাংগঠনিক সম্পাদক দেওয়ান গাজী, আব্দুছ কুদ্দুছ শমশাদ, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম লিটন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক তাহের আহমদ,কবি কামাল আহমদ, তাহের আহমদ, জোবায়দা বেগম, কবি জালাল জয়, উত্তম, শিক্ষিকা রুনা সুলতানা, ইমামুল ইসলাম রানা, ওবায়দুল মুন্সী, সেলিনা আক্তার, মো. আনোয়ার আলী, নাহিদা আক্তার রাযমানা প্রমুখ।

অনুষ্ঠানে বাচিক শিল্পী নীলাক্ষী অনুরাধা উপস্থিত কবিদের কবিতাসহ প্রায় ১২ টির মতো কবিতা আবৃত্তি করে শোনান। তিনি সংগঠনের এমন আয়োজনের ভূঁয়সী প্রসংশা করে বলেন, এমন আয়োজন নি:সন্দেহে সকল কবি হৃদয়ে বাড়তি খোড়াক জোগাবে।

পরে অতিথিবৃন্দকে সম্মননা ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।