জগন্নাথপুর টাইমসবৃহস্পতিবার , ৯ নভেম্বর ২০২৩, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

রেডব্রিজে ৩০ জন ছাত্র-ছাত্রীকে অ্যাওয়ার্ড প্রদান

Jagannathpur Times BD
নভেম্বর ৯, ২০২৩ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

মুহাম্মদ সালেহ আহমেদ :

রেডব্রিজের বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র ছাত্রীদের জন্য শিক্ষায় আরো উৎসাহিত করতে জিসিএসই ও এ-লেভেল পরীক্ষা ভাল ফলাফল অর্জন করায় ৩০ জন ছাত্র-ছাত্রীকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

সম্প্রতি রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্ট এর আয়োজনে অক্সলেন সেনাগগ এর হল রুমে এক অনাড়ম্বরপূর্ণ পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্ট এর মুল উদ্দেশ্য হলো এলাকার বাসিন্দাদের শিক্ষা, কর্মসংস্হান বাসস্হান ও পরিবেশ বিষয়ক বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা প্রদান করা। তারই ধারাবাহিকতায় এই অনুষ্ঠানের আয়োজন।

বিশিষ্ট কমিউনিটি নেতা ও ট্রাস্টের প্রেসিডেন্ট অহিদ উদ্দিনের সভাপতিত্বে ও মিডিয়া বাক্তিত্ব মিছবাহ জামালের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লন্ডন বরা অব রেডব্রিজের মেয়র কাউন্সিলার জোস্না ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চানেল এস চেয়ারমান ও নাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল সিলেটের হেড অব প্রজেক্ট আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট ও হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান মহিব চৌধুরী, ভাইস চেয়ারম্যান মানিক মিয়া, ফাউন্ডেশনের পার্মানেট ডোনার মেম্বার গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিব, কমিউনিটি নেতা হেলাল চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে অতিথি সকলকে স্বাগত ও ট্রাষ্টের কার্যক্রম সম্পর্কে বক্তব্য তুলে ধরেন জেনারেল সেক্রেটারি শাহিন চৌধুরী তারপর কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন অতিথিরা।

আরো বক্তব্য রাখেন ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট আফসর হোসেন এনাম, ট্রেজারার এনামুল হক এনাম, অর্গানাইজেশন সেক্রেটারি মকসুদ আহমেদ, মেম্বারশীপ সেক্রেটারি জয়নুল চৌধুরী, সসিয়েল এন্ড ওয়েলফেয়ার সেক্রেটারি মোহাম্মদ আবু তারেক চৌধুরী, এডুকেশন সেক্রেটারি শাহিন আহমেদ, সদস্য আবু সোহেল, কাউন্সিলার কবির মাহমুদ, কাউন্সিলার শামস ইসলাম, কাউন্সিলার ফয়জুর রহমান ফারুক, কাউন্সিলার সাঈদা বাসিত চৌধুরী লাভলি, হার্ট ফাউন্ডেশন সিলেট হসপিটালের ডোনার মেম্বার ডা: সৈয়দ মাসুক আহমেদ, তৈমুছ আলী, রেডব্রীজ ওয়েলফেয়ারের সভাপতি আতিকুর রহমান লিটন, মামুনুর রহমান, রুহুল আমিন, বারিষ্টার খালেদ নুর, মুরাদ আহমেদ, আখতার আলি, সিলেট এইডেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক ফজলুর রহমান, মাশুক আহমেদ ,মিসেস সুফিয়া উদ্দিন, মিসেস এনামুল হক সহ অনেকে উপস্হিত থেকে অনুষ্ঠানকে প্রসংশনীয় একটি উদোগ বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে প্রায় ৩০ জন ছাত্র-ছাত্রীদের জিসিএসই ও এ লেভেল পরীক্ষায় ভাল রেজাল্ট করায় তাদের মেডেল পরিয়ে দেন মেয়র জোস্না ইসলাম, আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, মহিব চৌধুরী সহ বিশেষভাবে অতিথিবৃন্দ। পরে হালকা খাবার পরিবেশন করা হয়।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।