জগন্নাথপুর টাইমসবুধবার , ১৫ নভেম্বর ২০২৩, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

যুদ্ধ চাইনা, বিশ্বব্যাপী আমরা শান্তি চাই- ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ওয়েস্ট মিনিস্টার পার্লামেন্ট ট্যুরে বক্তারা

Jagannathpur Times BD
নভেম্বর ১৫, ২০২৩ ৯:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

 

মুহাম্মদ সাজিদুর রহমান :

 

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ব্রিটিশ বাঙালি এমপি রোশনারা আলীর আমন্ত্রণে ওয়েস্ট মিনিস্টার পার্লামেন্ট ট্যুর সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর ২০২৩) ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির পার্লামেন্ট ট্যুর নভেম্বর ২০২৩ এর কনভেনর, ডেইলী স্টারের যুক্তরাজ্য প্রতিনিধি প্রবীন সাংবাদিক আনসার আহমদ উল্লাহর সার্বিক তত্ত্বাবধানে ও ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক, জগন্নাথপুর টাইমস এর এক্টিং এডিটর অধ্যাপক মুহাম্মদ সাজিদুর রহমানের সহযোগিতায় এবারের এই ওয়েস্ট মিনিস্টার পার্লামেন্ট ট্যুরে উপস্থিত ছিলেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি, বাংলা মিররের বিশেষ প্রতিনিধি, সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান, রিপোর্টার্স ইউনিটির ট্রেজারার মুহাম্মদ সালেহ আহমদ, এসিসটেন্ট ট্রেজারার ইউকে বাংলা গার্ডিয়ানের সহযোগী সম্পাদক এসকেএম আশরাফুল হুদা, ডিবিসি নিউজের যুক্তরাজ্য প্রতিনিধি জুবায়ের আহমদ, বিশ্ববাংলা নিউজ২৪ এর সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান, ইউকে বাংলা গার্ডিয়ানের কন্ট্রিভিউটিং রাইটার ডা. রেজাউল করিম, বিশ্ববাংলা নিউজ২৪ এর চেয়ার সাহেদা আর রহমান, ইউকে বাংলা গার্ডিয়ানের কন্ট্রিভিউটিং রাইটার ত্রিপর্না রায়, জগন্নাথপুর টাইমস ডটকো ডটইউকের সিনিয়র রিপোর্টার মির্জা আবুল কাশেম ও সাপ্তাহিক বাংলা সংলাপের প্রকাশক আনসার মিয়া প্রমুখ ।

এ সময় ট্যুরের সদস্যরা পার্লামেন্ট হাউজ কমন্স ও হাউজ অব লর্ডস ঘুরে দেখেন। পার্লামেন্টের গাইড পার্লামেন্ট হাউজের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরেন তার বক্তব্যে।

ওয়েস্ট মিনিস্টার পার্লামেন্ট ট্যুরের ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উপস্থিত সদস্যরা বলেন-
গ্রেট ব্রিটেনের বিশেষ করে গ্রেটার লন্ডনে কমিউনিটির এক শ্রেণির তথা কিছু অংশ যুব-তরু সমাজ মাদকাসক্তের কারণে কমিউনিটিতে চুরি হাইজ্যাক বাড়ছে। দিনেদুপুরে সাইকেল চুরি হচ্ছে। মোবাইল চুরি করে নিয়ে যাচ্ছে। নারীরাও এ থেকে নিরাপদ নয়।

মাদকাসক্ত দ্বারা চুরির এরকম ঘটনা হওয়ার পর পুলিশ প্রশাসনকে জানানো হয় কিন্তু সঠিক সমাধান হচ্ছে না।

উপস্থিত সদস্যরা আরো বলেন- এসব ঘটনা শুধু টাওয়ার হ্যামলেট কাউন্সিলে নয়, নিউহাম, বারকিং, ডেগেনহাম, লন্ডনের অন্যান্য জায়গাসহ ম্যানচেস্টার ও বার্মিংহাম সহ অন্যান্য শহরগুলোতে এরকম ঘটনা সংগঠিত হচ্ছে মাদকাসক্তদের দ্বারা।

এ থেকে পরিত্রানের উপায় খুঁজতে হবে? পার্লামেন্টে স্থানীয় সংসদ সদস্যরা এ ব্যাপারে কথা বলতে হবে, আলোচনার সমাধান বের করতে হবে।

বিশ্বব্যাপী আমরা শান্তি চাই, যুদ্ধ চাইনা, কোন শিশু হত্যা দেখতে চাইনা। আমরা শান্তির পক্ষে অবিচল।

বাংলাদেশ প্রসঙ্গে বলেন – প্রবাসী সাংবাদিক হিসেবে বাংলাদেশের আরো উন্নয়ন আমরা দেখতে চাই।
আগামী নির্বাচন সব দলের অংশ গ্রহণে সুষ্টু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ হোক। সব রাজনৈতিক দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকুক।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।