জগন্নাথপুর টাইমসশনিবার , ১৮ নভেম্বর ২০২৩, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেছেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

Jagannathpur Times BD
নভেম্বর ১৮, ২০২৩ ১০:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

সারোয়ার হোসেন জাবেদ, সিলেট :

মেয়রের দায়িত্ব গ্রহণের পর পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপির সঙ্গে সস্ত্রীক সাক্ষাত করেছেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মো.আনোয়ারুজ্জামান চৌধুরী।|

শনিবার (১৮ নভেম্বর) সকালে পররাষ্ট্রমন্ত্রনীর সিলেটস্থ বাসভবনে ড. একে আব্দুল মোমেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। এ সময় পররাষ্ট্রমন্ত্রীও সিলেটের নবনির্বাচিত মেয়রকে শুভেচ্ছা জানান এবং সিলেট সিটি করপোরেশনের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এসময় মন্ত্রী ও মেয়র সিলেট নগরীর উন্নয়নে  কয়েকটি নতুন প্রকল্প নিয়ে আলোচনা করেন।

উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মীণি সেলিনা মোমেন ও আনোয়ারুজ্জামান চৌধুরীর স্ত্রী হলি চৌধুরী।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর মেয়র মো.আনোয়ারুজ্জামান চৌধুরী সিসিকের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহন করেন। এসময় পররাষ্ট্রমন্ত্রী দেশের বাইরে অবস্থান করছিলেন। ২১ জুন পঞ্চমবারের মতো অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিজয়ী হন মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি ভোট পান ১ লাখ ১৯ হাজার ৯৯১টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম (বাবুল) পেয়েছিলেন ৫০ হাজার ৮৬২ ভোট। নির্বাচনে ভোট পড়েছিলো ৪৬ দশমিক ৭১ শতাংশ। সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।