জগন্নাথপুর টাইমসশনিবার , ২৫ নভেম্বর ২০২৩, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ সিলেটের কমিটির অনুমোদন, সভাপতি ড. শরদিন্দু ও সম্পাদক শহিদুল্লাহ

Jagannathpur Times BD
নভেম্বর ২৫, ২০২৩ ১০:০১ পূর্বাহ্ণ
Link Copied!

সারোয়ার হোসেন জাবেদ, সিলেট :

বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ সিলেট বিভাগের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

এতে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য্যকে সভাপতি ও বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ্ তালুকদারকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) রাতে সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মণির সম্মতিতে সাধারণ সম্পাদক অভি চৌধুরীর স্বাক্ষরিত একপত্রে এবং কেন্দ্রীয় কমিটির উপ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সিলেট বিভাগের সমন্বয়কারী বিদ্যা রত্ন রায়ের উপস্থিতিতে অনুষ্ঠিত এক ভায় সর্বসম্মতিক্রমে কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি মহিউদ্দিন ফহিম চৌধুরী, এডভোকেট শরবিন্দু দে, এডভোকেট অনুজ রায়, অমিতা বর্ধন, প্রওকৌশলী নিতাই পাল, শান্তা চৌধুরী, অধ্যাপিকা আফিয়া বেগম, ডা. শৈলেন্দ্র কুমার দাস, গণেশ চন্দ্র দেব, যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট মো. মঈন উদ্দিন আহমদ, মোছা. আলপিনা আক্তার, শাহানা আল আজাদ, সুজিত ভট্টাচার্য্য, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নিখিল রঞ্জন দাস, এডভোকেট মোহিত কান্তি দাশ মনি, সঞ্জয় ভট্টাচার্য্য টিপলু, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন মজনু, কৃষি ও সমবায় সম্পাদক ক্ষমা রানী দে, অর্থ সম্পাদক প্রভাষক তপন চন্দ্র পাল, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক হিমাংশু রায় হিমেল, নারী ও শিশু বিষয়ক সম্পাদক প্রভাষক নীপা চক্রবর্তী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এডভোকট শেলী সমাজপতি, তরুণ প্রজন্ম বিষয়ক সম্পাদক আব্দুল হক চৌধুরী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক পৃথা দাশ দৃষ্টি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বেনু দাস, মানবাধিকার বিষয়ক সম্পাদক অধ্যাপক প্রতত্যুষ কান্তি দাস।

এ ছাড়া  শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক অমিনাংশু দাস, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যাপক মানিক লাল চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আজিজুর রহমান, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ ভূঞা, পরিবেশ ও বন বিষয়ক সম্পাদক পাপড়ি শ্যাম চৌধুরী, প্রচার, প্রকাশনা ও গণমাধ্যম সম্পাদক রনি চন্দ্র দাস, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রভাষক কান্তা ভৌমিক, শিক্ষা ও সাহিত্য সম্পাদক নাফিনা রহমান পাপড়ি, সদস্য ফেরদৌস আহমদ, আনোয়ার হোসেন সোহাগ, হরিভক্ত অধিকারী, সন্দ্বীপ দাস, নবেন্দু দে, রুহুল আমিন চৌধুরী, শংকরী শ্যাম চৌধুরী, সেবিকা রায়, টুম্পা দেব, তাপসী চক্রবর্তী, বিউটি দেব মনি, বিশ্ব আচার্য্য, টিটু ঘোষ, বিণীতা রায়, মিনতী আচার্য্য। সংবাদ  বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।