জগন্নাথপুর টাইমসরবিবার , ২৬ নভেম্বর ২০২৩, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

 জৈন্তাপুর প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

Jagannathpur Times BD
নভেম্বর ২৬, ২০২৩ ৯:১২ পূর্বাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক :: জৈন্তাপুর প্রেসক্লাবের নতুন কমিটি (২০২৩-২০২৫ সেশন) দায়িত্ব গ্রহণ করেছে।

শনিবার সন্ধ্যায় জৈন্তাপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান দায়িত্ব বুঝে নিয়েছেন।

নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রেসক্লাবের বিদায়ী সাধারণ সম্পাদক আবুল হোসেন মো: হানিফ নতুন কমিটির নেতৃবৃন্দের কাছে প্রেসক্লাবের যাবতীয় কাগজপত্র হস্থাস্তর করেন। পরে নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। সাধারণ সম্পাদক শাহজাহান কবির খানের পরিচালনায় বিস্তারিত আলাপ-আলোচনা করে আগামী দুই বছরের জন্য ৯ সদস্য বিশিষ্ট জৈন্তাপুর প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন করা হয়।

কমিটির সভাপতি নূরুল ইসলাম, সহ-সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান, সহ-সাধারণ সম্পাদক নিপেশ কুমার দে, অর্থ সম্পাদক মীর মো: শোয়েব আহমদ, প্রচার, প্রকাশনা ও ক্রীড়া সম্পাদক মো: দুলাল হোসেন রাজু, নির্বাহী সদস্য সহকারী অধ্যাপক শাহেদ আহমদ, আবুল হোসেন মো: হানিফ, নাজমুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য শোয়েব উদ্দিন, সালমান শাহ প্রমুখ। এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউসুফুর রহমান, সাইফুল ইসলাম বাবু, মো: সাজ উদ্দিন প্রমুখ। সভাপতির বক্তব্যে নূরুল ইসলাম বলেন জৈন্তাপুর প্রেসক্লাব হবে একটি মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার সার্বজনীন স্মারক প্রতিষ্ঠান। জৈন্তাপুর উপজেলার উন্নয়নসহ যে কোন ঘটনার সঠিক তথ্য দিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ধারা অব্যাহত রাখতে তিনি প্রেসক্লাবের সকল সাংবাদিকের প্রতি আহবান জানান তিনি। সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।