জগন্নাথপুর টাইমসরবিবার , ২৬ নভেম্বর ২০২৩, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে আজ নারীদের জয় জয়কার- দিরাইয়ে আ আ ম স আরেফিন সিদ্দিক

Jagannathpur Times BD
নভেম্বর ২৬, ২০২৩ ৯:২১ পূর্বাহ্ণ
Link Copied!

দিরাই সংবাদদাতাঃ  ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, বাংলাদেশে আজ নারীদের জয় জয়কার। নারীদের পিছনে রেখে কোনো উন্নয়ন সম্ভব নয়,  দেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রীসহ গুরুত্বপূর্ণ পদে আজ নারীরা রয়েছেন।

শনিবার ( ২৫ নভেম্বর ২০২৩) দুপুরে সুনামগঞ্জের  দিরাই এ বাংলাদেশ ফিমেইল একাডেমি আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ইতিহাস তুলে ধরে বলেন, বেগম রোকেয়া যদি এতো প্রতিবন্ধকতার দেয়াল ভেঙে নারী জাগরণ সৃষ্টি করতে পারেন; তাহলে আমরা কেনো শিক্ষা ও সুবিধাবঞ্চিত মেয়ে ও নারীদের উন্নয়ন করতে পারব না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নারী শিক্ষা ও নারীদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে কাজ করে গেছেন।

একাডেমির কনফারেন্স হলে ‘বঞ্চিত মেয়েদের শিক্ষার উন্নয়ন সমন্বিত উদ্যোগ’ শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন প্রিন্সিপাল নাজমা বেগম।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক জামিল চৌধুরী।  বিশেষ অতিথি ছিলেন উপাচার্যের সহধর্মিণী মিরানা সুলতানা, দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আল হেলাল, আনোয়ারা নার্সিং ইনস্টিটিউটের পরিচালক সালা উদ্দিন। সেমিনার শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পী আল হেলালসহ একাডেমির শিক্ষার্থীরা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।