মুহাম্মদ সালেহ আহমেদ :
টাওয়ার হ্যামলেটস কেয়ারার অ্যাসোসিয়েশনের নতুন অফিস উদ্বোধন উপলক্ষে কেয়ারারদের এক আনন্দ সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি লন্ডনের টাওয়ার হ্যামলেটস এর পপলারের আবারফিল্ড নেইভারহুড সেন্টারে কেয়ারার এসোসিয়েশনের নিজ নতুন অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,টাওয়ার হামলেট কেয়ারার এসোসিয়েশনের বর্তমান প্রধান উপদেষ্টা শাহান আহমেদ চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,উপদেষ্টা জগলুল খাঁন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সহ সভাপতি ফজলুর রহমান,সহ সভাপতি জাকির হোসেন, সভাপতি জাহিদ মিয়া,সহ সভাপতি মো:সফর উদ্দিন,সহ সভাপতি মো: নুরুল আলম,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ নাছার,যুগ্ম সাধারণ সম্পাদিকা,রোহেনা বেগম, সহ দপ্তর সম্পাদক জবরুল হোসেন,টাওয়ার হামলেট কেয়ারার এসোসিয়েশনের শুভাকাঙ্ক্ষী রেদোয়ান হুসাইন খান,সেবুল খাঁন,মিন্টু মিয়া, সাবেক কাউন্সিলর কাহার চৌধুরী,সোহেল আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, কেয়ারারদের বিভিন্ন অধিকার আদায়ের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় টাওয়ার হ্যামলেট কেয়ারার এসোসিয়েশন। টাওয়ার হ্যামলেট কেয়ারার এসোসিয়েশন লিমিটেড ইংল্যান্ড এবং ওয়েলস কোম্পানী হাউজের বিধিসম্মত একটি নিবন্ধিত সংস্থা । যার নিবন্ধন নং-০৭৭৯১৯১১, কোম্পানী নিবন্ধনের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১১।
সভায় নতুন এবং পুরাতন সকল কেয়ারারদের যে কোন প্রয়োজনে অফিসের নিম্নের ঠিকানায় অফিস চলাকালীন সময়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।