জগন্নাথপুর টাইমসরবিবার , ২৬ নভেম্বর ২০২৩, ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

এমসি কলেজের অর্থনীতি বিভাগে শাহ এএমএস কিবরিয়া অ্যাওয়ার্ড প্রদান

Jagannathpur Times BD
নভেম্বর ২৬, ২০২৩ ৯:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

সারোয়ার হোসেন জাবেদ, সিলেট : :

সিলেট এমসি কলেজের অর্থনীতি বিভাগে নবাগত শিক্ষার্থীদের বরণ ও শাহ এএমএস কিবরিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর ২০২৩) সিলেট এমসি কলেজের কলেজের অর্থনীতি বিভাগের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. তোতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ, শিক্ষক পরিষদ সম্পাদক মো. তৌফিক এজদানী চৌধুরী, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আকমল হোসেন প্রমুখ। অর্থনীতি বিভাগের শিক্ষার্থী উত্তম দাস ও দেবী সরকার অন্ন্যার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিভাগের সকল শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমসি কলেজের অর্থনীতি বিভাগে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় এবং ২০২০ ও ২০২১ সালে অনার্সে ভালো ফলাফল অর্জনকারী ৬ শিক্ষার্থীকে এএমএস কিবরিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অর্থনীতি বিভাগের অর্জন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস ও বিভিন্ন কার্যক্রমের উপর ভিত্তি করে স্মার্টবোর্ডে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিভাগের সহকারী অধ্যাপক শাহান আলম ও প্রভাষক নিকসন দাস।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।