সারোয়ার হোসেন জাবেদ, সিলেট : :
সিলেটে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুরারিচাঁদ কলেজের সতেরো মেধাবী শিক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদান করেছে মহসীন ফাউন্ডেশন।
মঙ্গলবার (২৮ নভেম্বর ২০২৩) দুপুরে সিলেটের মুরারিচাঁদ কলেজে পদার্থ বিজ্ঞান বিভাগের অনাড়ম্বর এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মহসীন আলী জানান, এবছর এমসি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের চারজন মেধাবী দরিদ্র শিক্ষার্থী, সম্মান শ্রেণির চার শিক্ষাবর্ষের বারো জন শীর্ষ ফলাফলধারী ও “স্টুডেন্ট অব দ্য ইয়ার” ক্যাটাগরিতে একজনসহ মোট সতেরো শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। প্রতিবছর “সৈয়দ মহসীন আলী স্কলারশিপ” শীর্ষক বৃত্তি প্রদান করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ। বৃত্তি প্রদান অনুষ্ঠানে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ আলাউদ্দিন খাঁন। এছাড়াও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, আগামীর বাংলাদেশের চ্যালেঞ্জ নিতে প্রজন্মকে সুশিক্ষিত হতে হবে। শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি মানবিক ও দক্ষ সংগঠক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।
বক্তারা আরও বলেন, মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীদের মেধার বিকাশে রাষ্ট্রের পাশাপাশি সচেতন নাগরিকদেরও দায়িত্ব রয়েছে। মহসীন ফাউন্ডেশনের মতো সংস্থা সেই দায়িত্ব পালন করছে।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মহসীন আলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা।
মেধা বৃত্তি প্রদান প্রসঙ্গে সৈয়দ মহসীন আলী নিজের শিক্ষা জীবনের অসীম টানাপোড়েনের কথা স্মৃতিচারণ করেন। নিজের জীবনের উপার্জিত অর্থ দিয়ে শিক্ষার প্রসারে অবদান রাখার অঙ্গীকার করেন তিনি।
ধারাবাহিকভাবে এই বৃত্তি প্রদান কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।