জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ২৮ নভেম্বর ২০২৩, ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

শফিকুর রহমানের হাত ধরে উন্নয়ন হবে বিশ্বনাথ-ওসমানীনগরে

Jagannathpur Times BD
নভেম্বর ২৮, ২০২৩ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

জুবেল আহমদ সেকেল, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
 সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতিক পাওয়ায় ওসমানীনগরে পথ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার শেরপুর টোল প্লাজায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পথ সভার আয়োজন করা হয়। এর আগে বিকালে শফিকুর রহমান চৌধুরীকে ওসমানী আন্তর্জাতিক বিমান বন্ধরে শুভেচ্চা জানান নেতাকর্মীরা। সভায় প্রধান অতিথি ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনুয়ারুজ্জামান চৌধুরী, প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। সভায় বক্তারা বলেন, সংসদ সদস্য থাকা কালে শফিকুর রহামান চৌধুরী জননেত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় বালাগঞ্জ ওসমানীনগর ও বিশ্বনাথ তিন উপজেলায় এক যোগে সার্বিক উন্নয়ন করেছেন। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা সিলেট-২ আসনের পুণরায় উন্নয়নে শফিকুর রহমান চৌধুরীর হাতে নৌকা প্রতিক দিয়েছেন। বিগত ১০বছর আওয়ামী লীগের প্রার্থী না থাকায় সারা দেশে উন্নয়ন হলেও পিছিয়েছে সিলেট ২ আসন। আগামী নির্বাচনে বিজয়ী হয়ে শফিকুর রহমানের হাত ধরে উন্নয়ন হবে বিশ্বনাথ-ওসমানীনগরে। অবহেলিত এলাকার উন্নয়নে আগামী জাতীয় নির্বাচনে শফিকুর রহমান চৌধুরীকে বিজয়ী করতে সকলের প্রতি আহবান জানান তারা। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউর রহমান আলা, সাদিপুর ইউপি চেয়ারম্যান সাহেদ আহমদ মুছা, তাজপুর ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সুহেল। উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য এম এ হামিদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নেফা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তফোজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস খান, লুৎফুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক চয়ন পাল, সাংস্কৃতিক সম্পাদক ডি.কে জয়ন্ত, দপ্তর সম্পাদক নাজমুল হাসান মুন্না, উপজেলা আওয়ামী লীগের সদস্য খালিছ মিয়া, মাহবুবুর রহমান চৌধুরী, আব্দুল খালিক, বাবর খান, জেলা যুব লীগের সহ সভাপতি মনির মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পংকজ পুরকায়স্থ, শেরপুর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিলদার আলী, সদস্য সৈয়দ মাসুদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল, সাধারণ সম্পাদক সেলিম রেজা, স্বেচ্ছাসেবক লীগ দিবাংসু পাল, উপজেলা কৃষক লীগের সভাপতি আনিছুজ্জামান সেলিম সাধারণ সম্পাদক পংকি মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইছকন্দর আলী, বেলাল আহমদ, হুছেন আহমদ ছইল, ইউপি সদস্য স্বপন আহমদ, শামসুল ইসলাম শামিম, অরবিন্দু দেব, সাবেক ইউপি সদস্য আব্দুল হাই, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সুজন মাহমুদ, জাবেদ আহমদ আবির, ছাত্রলীগ নেতা সৈয়দ রুবেল আলী, হাম্মাদ আল হাসান, শাকিল আহমদ টিটু প্রমুখ।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।