জগন্নাথপুর টাইমসবৃহস্পতিবার , ৩০ নভেম্বর ২০২৩, ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান জগন্নাথপুরে মনোনয়নপত্র দাখিল করেছেন

Jagannathpur Times BD
নভেম্বর ৩০, ২০২৩ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক  :

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি নির্বাচনী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

বুধবার (২৯  নভেম্বর, ২০২৩) দুপুর দুইটার দিকে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামের নিকট তিনি মনোনয়নপত্র জমা দেন।

এ সময় জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা কমিটির সদস্য সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের পুত্র সাহাদাত মান্নান অভি, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিধাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু উপস্থিত ছিলেন।

মনোনয়ন দাখিল শেষে তিনি স্থানীয় সাংবাদিকদের জানান, চর্তুথবারের মতো আমি মনোনয়নপত্র দাখিল করেছি।
আমাকে দলীয় মনোনয়ন দেওয়ায় আমি আনন্দিত, অভিভূত। সেজন্য সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমার দলের প্রতি কৃতজ্ঞ।

তিনি আরো বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্নের লক্ষ্যে নির্বাচন কমিশন প্রস্তুত। বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দেশের মানুষের সঙ্গে তাদের সস্পৃক্ততা না থাকায় তারা নির্বাচনে আসতে ভয় পায়। আওয়ামী লীগ সরকারের চিন্তা-চেতনা শুধুই দেশের উন্নয়ন করা। সরকারের ধারাবারিক উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার পাশাপাশি শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরা কাজ করছি।

এর আগে মন্ত্রী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিয়মসভায় অংশ নেন।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।