জুবায়ের আহমদঃ
আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে শুরু করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ- সব সময় বাঙালিদের পাশে দাঁড়িয়েছেন ব্যারিস্টার নোরা শরীফ। আয়ারল্যাণ্ডে জন্ম নেয়া এই মহীয়সী নারীর অবদান বাংলার মানুষ কোন দিন ভুলবেনা।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অনন্য অবদান রাখায় বাংলাদেশ সরকার কর্তৃক ‘বিদেশী বন্ধু’ সম্মাননায় ভূষিত ব্যারিস্টার নোরা শরীফের নবম মৃত্যুবার্ষিকের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
গত ২৯ নভেম্বর বুধবার রাতে ইস্ট লণ্ডনের মাইক্রো বিজনেস কমিউনিটি হলে ব্যারিস্টার নোরা শরীফ ফাউণ্ডেশন আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই কমিশন লন্ডনের পলিটিকেল কাউন্সিলর দেওয়ান মাহমুদ ।
যুক্তরাজ্য আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ এর সভাপতিত্বে ও জামাল আহমদ খান এর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয় ।
এ স্মরণ সভায় ব্যারিস্টার নোরা শরীফের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌছ সুলতান, বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সভাপতি মোহাম্মদ হরমুজ আলী, বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, রাজনীতিবিদ আব্দুল আহাদ চৌধুরী, সাবেক স্পীকার আহবাব হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম খান, কমিউনিটি নেতা আলতাফুর রহমান, সৈয়দ ছুরুক মিয়া, জুবায়ের আহমদ ও বাবুল খান প্রমুখ।
উল্লেখ্য আয়ারল্যাণ্ডের ডাবলিনে জন্ম নেয়া ব্যারিস্টার নোরা শরীফ ২০১৩ সালের ২৯ নভেম্বর ৭০ বছর বয়সে লণ্ডনে মৃত্যুবরণ করেন।