জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ২১ মার্চ ২০২৩, ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

লন্ডনে উজ্জ্বল মেহেদীর-‘বারকি, জন বারকি’ বইয়ের প্রকাশনা ও ছামির মাহমুদের সংবর্ধনা

Jagannathpur Times Uk
মার্চ ২১, ২০২৩ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

মুহাম্মদ সাজিদুর রহমান  :
লন্ডনে সাংবাদিক-লেখক উজ্জ্বল মেহেদীর  – ‘বারকি, জন বারকি’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ও সিলেট জেলা প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক ছামির মাহমুদকে সংবর্ধনা অনুষ্ঠান লেখক, সাংবাদিক, সংস্কৃতি কর্মী, রাজনীতিবিদ ও কমিউনিটি এক্টিভিস্টদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে ।রবিবার (১২ মার্চ ২০২৩) লন্ডন বাংলা প্রেস ক্লাবের কার্যালয়ে  মাসিক বিলেত ও রানার মিডিয়ার আয়োজনে বিলেত সম্পাদক সাঈম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত হয়

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশনের সহ সভাপতি সৈয়দ নাহাস পাশা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রানার মিডিয়ার প্রতিষ্ঠাতা   আ স ম মাসুম।

অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসাবে বক্তব্য  রাখেন- যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিষ্টার আশিকুন্নবী চৌধুরী ।

প্রধান অতিথির বক্তব্যে আশিকুন্নবী চৌধুরী বলেন-     ‘বারকি, জন বারকি’ বইয়ের সাথে ব্রিটেনের যোগসূত্র প্রবল।    এই বই ইংরেজী অনুবাদ করে ব্রিটিশ সোসাইটিতে ছড়িয়ে দেওয়া প্রয়োজন।   ‘বারকি, জন বারকি’ ব্রিটিশদের উপনিবেশ আমলের অনেক অজানা তথ্য জানতে সহায়তা করবে।

আশিকুন্নবী চৌধুরী আরো বলেন, লেখক উজ্জ্বল মেহেদীর লেখার মধ্যে এক ধরনের মোহ আছে। লেখা পড়ে ছবি দেখার যে ভাষা শৈলী সেটা উজ্জ্বল মেহেদীর বারকি, জন বারকি বইয়ে আছে। একই ধরনের লেখার যাদু ছিলো সাংবাদিক এস এম আলীর।  উজ্জ্বল মেহেদী সাংবাদিক এস এম আলীর উত্তরসূরী।

সাংবাদিক ছামির মাহমুদ সম্পর্কে তিনি বলেন, আপনাকে আজকে সংবর্ধিত করা হলো মানে একটি গুরুদায়িত্ব নিয়ে আপনি সিলেট ফিরে যাবেন। দেশে গিয়ে এই বিলেতের কথা বলবেন। বিলেতের সাংবাদিকদের কথা বলবেন।   অনুষ্ঠানে বিলেত মিডিয়ার ব্যবস্থাপনা সম্পাদক মিজানুর রহমান মিরু ফুল দিয়ে স্বাগত জানান সাংবাদিক ছামির মাহমুদকে। এসময় লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাইসির মাহমুদের নেতৃত্বে প্রেসক্লাবের গিফট ব্যাগ তুলে দেন ক্লাব নেতৃবৃন্দ ও সদস্যরা।

অন্যানের মধ্যে  বক্তব্য রাখেন – লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, ম্যাক্স মিডিয়ার কর্ণধার, সাংবাদিক আব্দুস ছাত্তার, লেখক ও কবি হামিদ মোহাম্মদ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কমিউনিক্যাশন অফিসার ও লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি মাহবুব হোসেন,  লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাংবাদিক আনসার আহমেদ উল্লাহ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ সালেহ আহমেদ, ইভেন্ট সেক্রেটারী এমরান আহমেদ, প্রথম নির্বাহী সদস্য আহাদ চৌধুরী বাবু ও  অনলাইন ২৬শে টিভির কর্ণধার জামাল খান প্রমুখ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।