জগন্নাথপুর টাইমসসোমবার , ৪ ডিসেম্বর ২০২৩, ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

ওসমানীনগরে মুহিবুর রহমান ও এমপি মোকাব্বিরসহ ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল

Jagannathpur Times BD
ডিসেম্বর ৪, ২০২৩ ৮:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

জুবেল আহমদ সেকেল, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটে-২ আসনে ১৪জন সংসদ সদস্য প্রার্থীর মধ্যে বিশ্বনাথ পৌর মেয়র মুহিবুর রহমান ও  গণফোরাম নেতা বর্তমান এমপি মোকাব্বির খান সহ ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।

রোববার (0৩ ডিসেম্বর) যাচাই-বাছাই শেষে সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসান এ ঘোষনা দেন।

সিলেট-২ আসনে মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের মনোনিত সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, জাতীয় পার্টির ইয়াহিয়া চৌধুরী, তৃণমূল বিএনপির মো. আবদুল মান্নান খান, জাকের পার্টির মো. ছায়েদ মিয়া, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. মনোয়ার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী ওসমানীনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সোহেলের।

এছাড়া সিলেট-২ আসনটিতে মনোনয়ন বাতিল হয়েছে জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী, গণফোরামের মোকাব্বির খান, তৃণমূল বিএনপির মো. আবদুর রব, কৃষক শ্রমিক জনতালীগের আবুল কালাম আজাদ, বাংলাদেশ কংগ্রেসের মো. জহির, স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান, ইকবাল হোসেন ও মোশাহিদ আলীর।

উল্লেখ্য, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল গতকাল বৃহস্পতিবার। মনোনয়নপত্র যাচাই বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোট গ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ৭৪০।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।