জগন্নাথপুর টাইমসসোমবার , ৪ ডিসেম্বর ২০২৩, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

Jagannathpur Times BD
ডিসেম্বর ৪, ২০২৩ ১১:২২ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ :

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে ।  সভায় বক্তারা আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়েছেন।

এ সভায় সুনামগঞ্জ জেলার পাঁচটি আসনে দলের জেলা কমিটি নয় সদস্য প্রার্থী হলেও (মনোনীত ও স্বতন্ত্র মিলে) নির্বাচন উপলক্ষে আয়োজিত বর্ধিত সভায় উপস্থিত ছিলেন ৩ জন। একজন অবশ্য নেতৃবৃন্দের অনুমতি নিয়ে নির্বাচনী কাজে গেছেন। অন্যরা সভায় আসেন নি। আওয়ামী লীগের মনোনীত একজন এবং স্বতন্ত্র চারজন প্রার্থী সভায় অনুপস্থিত ছিলেন।

 

রবিবার ( ৪ ডিসেম্বর, ২০২৩) বিকাল ৪টায় পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী মিলনায়তনে  জেলা আওয়ামী লীগের আহ্বানে বর্ধিত সভা শুরু হয়। দুই ঘণ্টারও বেশি সময় চলে সভা। জেলা কমিটির সভাপতি নুরুল হুদা মুকুটের সভাপতিত্বে সভায় সুনামগঞ্জের পাঁচটি আসনের দলীয় প্রার্থীদের মধ্যে সুনামগঞ্জ—৩ (জগন্নাথপুর—শান্তিগঞ্জ) আসনের এমএ মান্নান, সুনামগঞ্জ—৪ (সদর—বিশ্বম্ভরপুর) আসনের ড. মোহাম্মদ সাদিক, সুনামগঞ্জ—২ (দিরাই—শাল্লা) আসনের আল—আমিন চৌধুরী উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ—১ (ধর্মপাশা—জামালগঞ্জ—মধ্যনগর ও তাহিরপুর) আসনের রনজিত সরকার অনুমতি নিয়ে মধ্যনগরে নির্বাচনী কাজে গেছেন।

 

অপরদিকে, সুনামগঞ্জ—৫ (ছাতক— দোয়ারা) আসনের দলীয় প্রার্থী মুহিবুর রহমান মানিক ছিলেন অনুপস্থিত। তবে ওই আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামীম চৌধুরী উপস্থিত থেকে বক্তব্য দিয়েছেন। সুনামগঞ্জ— ২ আসনের আল—আমিন চৌধুরী উপস্থিত থাকলেও বর্তমান এমপি, জেলা কমিটির সদস্য স্বতন্ত্র প্রার্থী ড. জয়া সেন গুপ্তা ছিলেন অনুপস্থিত। সুনামগঞ্জ—৪ আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ—সভাপতি ব্যারিস্টার এনামুল কবির ইমন ছিলেন অনুপস্থিত।

 

সভায় বক্তব্য রাখার সময় সুনামগঞ্জ—৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেন, আমি আওয়ামী লীগের অনুগত কর্মী। তবে সাংগঠনিক কাজের চেয়ে, সরকারের অন্য কাজ করতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। বিষয়টি দলীয় সভানেত্রী, প্রধানমন্ত্রীও অনুধাবন করেছেন। বার বার আপনারা দলের নেতৃবৃন্দ ও কর্মীরা আমাকে সহযোগিতা করেছেন। আমি এই নিশ্চয়তা দিতে পারি, আমাকে সহযোগিতা করলে, আমার ভবিষ্যতের কাজে আপনাদের লজ্জা পেতে হবে না।

সুনামগঞ্জ—৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পিএসসি’র সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বললেন, দেশীয় এবং আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রা অব্যাহত রাখার যুদ্ধে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সকলের শ্রমে—ঘামে যেন বঙ্গবন্ধু’র কন্যার মুখে হাসি থাকে। নৌকার জয় নিশ্চিত হয় সেই চেষ্টা করার আহ্বান জানান তিনি।

 

সভায় বক্তব্য দেবার সময় ছাতকের শামীম চৌধুরী’র সমর্থক হিসেবে পরিচিত সুনামগঞ্জ—৫ আসনের ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন সজল, দোয়ারাবাজার উপজেলার যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমদ তারেক এলাকার বর্তমান সংসদ সদস্য দলীয় প্রার্থী মুহিবুর রহমান মানিকের কঠোর সমালোচনা করেন। তাঁরা বলেন, দলের মনোনীত প্রার্থীর সঙ্গে ত্যাগী নেতা কর্মীদের কোন যোগাযোগ নেই।

এই অবস্থায় আমাদের কী করণীয় জেলা আওয়ামী সভাপতি—সম্পাদকের নির্দেশনা চাই।

বক্তব্য রাখার সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিন বললেন, সকলে মিলেই দলীয় সভানেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে।

সুনামগঞ্জ—১ আসনের দলীয় মনোনীত প্রার্থী রনজিত সরকার জেলা কমিটির অনুমতি নিয়ে মধ্যনগরে গেলেও , জেলা কমিটির সদস্য স্বতন্ত্র প্রার্থী ওই আসনের বর্তমান এমপি মোয়াজ্জেম হোসেন রতন ও সেলিম আহমদ ছিলেন অনুপস্থিত।

 

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট দলীয় প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়ে বলেন, নৌকার বাইরে কেউ আমরা যেতে পারি না।

মুহিবুর রহমান মানিকের নামোল্লেখ করে তিনি বলেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হিসেবে সভায় আপনার (মুহিবুর রহমান মানিক) উপস্থিত হওয়া জরুরি ছিল।

আপনি জেলা কমিটিকে সহযোগিতা করলে, জেলা কমিটিও আপনাকে সহযোগিতা করবে।

 

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।