জগন্নাথপুর টাইমসবৃহস্পতিবার , ৩০ মার্চ ২০২৩, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়া এমবিএফ ইফতার ও সভা অনুষ্ঠিত

Jagannathpur Times BD
মার্চ ৩০, ২০২৩ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

আহমাদুল কবির, মালয়েশিয়া প্রতিনিধি :

মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের (এমবিএফ) ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী কুয়ালালামপুরের স্টারকাবাব রেস্টুরেন্টে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভাপতিত্ব করেন এমবিএফ এর সভাপতি নিসার কাদের।

ফেরাম অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য ও চলচ্চিত্র পরিচালক জাফর ফিরোজ অনুষ্ঠান পরিচালনা করেন। এ সময় বক্তব্য দেন, এমবিএফএ’র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অধ্যাপক ড. সাদেকুর রহমানসহ প্রমুখ।

সভায় বক্তারা, মহান স্বাধীনতা দিবসে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন ও তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন (এমবিএফএ) একটি অরাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। সংগঠনটি মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের সংযুক্ত করে একটি প্ল্যাটফর্ম তৈরি করা। যা ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্যের সংরক্ষণ ছাড়াও প্রবাসে বাংলাদেশকে ব্র্যান্ডিং, পারস্পরিক বন্ধন ও বৈচিত্র্য প্রচারের ক্ষেত্রেও কাজ করছে মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।