জগন্নাথপুর টাইমসশুক্রবার , ৮ ডিসেম্বর ২০২৩, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

লন্ডনে বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের সভায় সিলেটে মেধাবী শিক্ষার্থীদের জন্য পচিশ লক্ষ টাকার অনুদান গৃহিত

Jagannathpur Times BD
ডিসেম্বর ৮, ২০২৩ ১২:০১ অপরাহ্ণ
Link Copied!

 

এসকেএম আশরাফুল হুদা :

বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট (BSET) এর কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে

গত ৬ ডিসেম্বর, বুধবার ২০২৩, বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের গ্ৰীন স্ট্রীটস্থ কার্যালয়ে কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত।

ট্রাস্টের সভাপতি মহিব উদ্দীনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জামাল উদ্দীন, আয়েশা চৌধুরী, আফতার আহমদ, আশিকুর রহমান, মানিকুর রহমান, মাও: মঈনুল হুসেন চৌধুরী, আবদুল্লাহ কামাল, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, আবুল হুসেন, সেলিম উদ্দিন আহমদ, মো: মুজিবুর রহমান, মুজিবুর রহমান, দিলওয়ার হুসেইন, আব্দুল মুহিত, দিলওয়ার হুসেইন, শাহাদ উল্যা প্রমুখ।

বাংলাদেশে গরীব ও মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য গত মে মাসে উত্তোলিত প্রায় ২৫,০০০০০ (পচিশ লক্ষ) টাকা ভর্তি ও টিউশন ফি আগামী জানুয়ারি মাসে সুষ্ঠভাবে প্রদানের ব্যাপারে সভায় ব্যাপক আলোচনা শেষে এ সিদ্বান্ত  হয়।

ট্রাস্ট বৃহত্তর সিলেটের বিভিন্ন উচ্চ বিদ্যালয়ে প্রায় হাজার থেকে বারোশো ছাত্র ছাত্রীদের টিউশন ফি দেয়ার এক ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে। সভায় ট্রাস্টীগন তাদের মনোনীত প্রতিষ্ঠান ও তথ্যাদি প্রদান করেন।

উক্ত কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ট্রাস্টের সভাপতি মহিব উদ্দীন ও সেক্রেটারি জামাল উদ্দীন তখন দেশে থাকবেন বলেও জানান। বাংলাদেশে আসন্ন নির্বাচনের পরেই কোন এক সুবিধা জনক সময়ে সিলেটে একটি জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে স্কুলের প্রধান শিক্ষক ও সভাপতির হাতে এ অনুদানের চেক সমূহ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।