জগন্নাথপুর টাইমসবৃহস্পতিবার , ১৪ ডিসেম্বর ২০২৩, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

আবদুল গাফফার চৌধুরীর রচিত ঐতিহাসিক  নাটক “পলাশী থেকে  ধানমন্ডি” লন্ডনে প্রদর্শিত

Jagannathpur Times BD
ডিসেম্বর ১৪, ২০২৩ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

মুহাম্মদ সাজিদুর রহমান :

প্রখ্যাত সাংবাদিক, কলামিস্ট, কথাসাহিত্যিক আবদুল গাফফার চৌধুরীর ৮৯তম জন্মদিন উপলক্ষে তাঁর রচিত ও নির্দেশিত ঐতিহাসিক নাটক “পলাশী থেকে  ধানমন্ডি” লন্ডনে প্রদর্শিত হয়েছে।

বুধবার ( ১৩ ডিসেম্বর ২০২৩) পূর্বলন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে আবদুল গাফফার চৌধুরীর রচিত ও নির্দেশিত ঐতিহাসিক এ নাটক “পলাশী থেকে  ধানমন্ডি” প্রদর্শিত হয়।

এই অনুষ্ঠানের আয়োজনে ছিল শেখ মুজিব রিসার্চ সেন্টার, যুক্তরাজ্য, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যুক্তরাজ্য ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, যুক্তরাজ্য।

অনুষ্ঠান পরিচালনা করেন – স্মৃতি আজাদ ও নজরুল ইসলাম অকিব।
তিনটি সংগঠনের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে প্রথমে স্বাগত বক্তব্য রাখে নিলুফা হাসান।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লন্ডন্থ বাংলাদেশ হাইকমিশনের মান্যবর হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।

ঐতিহাসিক এই নাটক  প্রদর্শনের পূর্বে অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয়। এ নাটক দেখতে আসা  দর্শকরা দাঁড়িয়ে উপস্থিত  বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও শ্রদ্ধা জানান।

যাঁদেরকে সম্মান জানান তারা হলেন- বীর মুক্তিযোদ্ধা খলিল কাজী ওবিই, বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ, বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান,
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম আলী, বীর মুক্তিযোদ্ধা কবির আহমদ, বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন ও বীর মুক্তিযোদ্ধা মিফতাহ সিদ্দিকী প্রমুখ।

পরে প্রখ্যাত সাংবাদিক, কলামিস্ট, কথাসাহিত্যিক আবদুল গাফফার চৌধুরীর রচিত ও নির্দেশিত ঐতিহাসিক নাটক “পলাশী থেকে  ধানমন্ডি” বিপুল সংখ্যক দর্শকদের উপস্থিতিতে প্রদর্শিত হয়।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।