জগন্নাথপুর টাইমসরবিবার , ১৭ ডিসেম্বর ২০২৩, ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস

Jagannathpur Times BD
ডিসেম্বর ১৭, ২০২৩ ৮:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

সারোয়ার হোসেন জাবেদ, সিলেট :

সিলেটে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস।  দিনভর শহীদ মিনারে ছিল সাধারণ মানুষর ভিড়। সংগঠন ছাড়াও অনেকে ব্যক্তিগতভাবে নিবেদন করেছেন ফুলেল শ্রদ্ধা। সিলেট জেলা স্টেডিয়ামে নানা কর্মসূচিতে অনুষ্ঠিত হয় বিজয় দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠান। একাত্তরের চেতনা প্রজন্মের পর প্রজন্মে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে সিলেটে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস।

শনিবার সকাল ৬টায় শহীদ মিনার বাস্তবায়ন কমিটির পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয় মহান বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদন। এরপর একে একে প্রশাসনের বিভিন্ন দপ্তর, রাজনৈতিক, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়।

সিলেট জেলা আওয়ামী লীগের শ্রদ্ধার্ঘ নিবেদনে নেতৃত্ব দেন সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগরের শ্রদ্ধার্ঘ নিবেদনে সভাপতি মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও মহানগরের সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে নিজ নিজ ইউনিটের নেতাকর্মীরা শ্রদ্ধার্ঘ নিবেদন করেন।

মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর নেতৃত্বে সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তারা শ্রদ্ধার্ঘ নিবেদন করেন।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।