কানাডা সংবাদদাতাঃ
কানাডার অন্টারিও প্রদেশের গ্রেটার টরেন্টো এলাকার ব্রাম্পটন শহরে মহান বিজয় দিবস উদযাপন করেছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
বাংলাদেশি-কানাডিয়ানদের সংগঠন ব্রাম্পটন বাংলাদেশি কমিউনিটি সার্ভিস (বিবিসিএস) বাংলাদেশের ৫৩তম বিজয় দিবস এবং বিবিসিএস সিনিয়রস ক্লাবের বর্ষ সমাপনী উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করে।
এ অনুষ্ঠানে বিবিসিএসের নেতারাসহ আরও বক্তব্য দেন, সিটি অব ব্রাম্পটনের মেয়র পেট্রিক ব্রাউন, কেন্দ্রীয় সরকারের মন্ত্রী কামাল খেরা, এমপি সোনিয়া সিধু এবং এম পি রুবী সোহাতা।
আলোচনায় মেয়র, মন্ত্রী ও এমপিরা কানাডার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশিদের অবদানের প্রশংসা করেন এবং বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কানাডা সবসময় পাশে থাকবে বলে অঙ্গীকার করেন।
অন্যদিকে বিবিসিএসের নেতারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে কানাডার সরকার ও জনগণের সমর্থন এবং পশ্চিমা বিশ্বের প্রথম দিকের দেশ হিসেবে ১৯৭২ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।