জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ১৯ ডিসেম্বর ২০২৩, ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথপুরে ৫ চোর গ্রেফতার, চুরি হওয়া ১টি মিশুক উদ্ধার

Jagannathpur Times BD
ডিসেম্বর ১৯, ২০২৩ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

 

রিয়াজ রহমান :

জগন্নাথপুরে মিশুক চুরির অপরাধে ৫ চোরকে গ্রেফতার করেছেন জগন্নাথপুর থানা পুলিশ। এই সময় চুরি যাওয়া একটি ব্যাটারিচালিত ইজিবাইক (মিশুক) উদ্ধার করেন পুলিশ।

আজ মঙ্গলবার গ্রেপ্তারকৃত চোর দলকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো,জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর (হাড়িকোনা) গ্রামের সৈয়দ হাফিজ আহমদের ছেলে সাইদ আহমদ , একই গ্রামের বজলুর রহমানের ছেলে ময়না মিয়া, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার উমরপুর গ্রামের মৃত আব্দুল মনাফের ছেলে শিবলু মিয়া , একই উপজেলার ভানুবেদ গ্রামের মৃত রহমত উল্লার ছেলে কাজল মিয়া ও সরফরাজপুর গ্রামের ইমানী মিয়ার ছেলে জিলু মিয়া ।

জানা যায়, ১২ ডিসেম্বর রাতে উপজেলার সৈয়দপুর গ্রামের দুইটি গ্যারেজ থেকে দুটি ব্যাটারিচালিত ইজিবাইক (মিশুক) চুরি হয়। পরদিন চুরির ঘটনা উল্লেখ করে ভুক্তভোগীরা অজ্ঞাতনামা আসামী উল্লেখ করে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেন। পরে

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক জিন্নাতুল ইসলাম তালুকদার জানান, অভিযোগ পাওয়ার পর রানীগঞ্জ টোল প্লাজার সিসিটিভির ফুটেজ দেখে সাইদ ও ময়না মিয়াকে আটক করা হয়। পরে তাদের তথ্যমতে গত সোমবার রাতে অপর তিন চোরকে আটকসহ একটি মিশুক উদ্ধার করা হয়েছে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, চুরির ঘটনায় জড়িত ৫ চোরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর মিশুকটি উদ্ধার ও চুরির সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি শীঘ্রই অপর মিশুকটি উদ্ধার ও বাকী চোর গ্রেফতার করা সম্ভব হবে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।