মুহাম্মদ সালেহ আহমেদ :
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার লক্ষ্য ব্রিটেনের ডরসেট নগরে বিশাল সভা করেছেন বিশ্বনাথ-ওসমানীনগরবাসী।
বুধবার (২০ ডিসেম্বর) রাত ১০টায় ডারসেটের একটি অভিজাত রেঁস্তোরায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, ”সিলেটে যতকাল রাজনীতির ইতিহাস বেঁচে থাকবে সেই ইতিহাসে শফিকুর রহমান চৌধুরীর নাম স্বার্ণাক্ষরে লিখা থাকবে। শফিক চৌধুরী একমাত্র নেতা যার নামের সাথে ২৪ ঘণ্টার রাজনীতিবিদ শব্দটি যুক্ত। যার নিজের ও পরিবারের সদস্যদের আওয়ামী লীগে অনেক অবদান রয়েছে। শফিক চৌধুরী এমন এক রাজনীতিবিদ যিদি রানিং এমপি থাকা অবস্থান পরপর দুইবার দলের সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। তাঁর এই ত্যাগের কারণে গত ১০টি বছর বিশ্বানাথ-ওসমানীনগরে আওয়ামী লীগের দলীয় এমপি ছিলেন না। যার কারণে এ আসনটি দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত ছিলে। শফিক চৌধুরীর এই ত্যাগ জননেত্রী শেখ হাসিনা মনে রেখে এবার পূনরায় তাঁকে নৌকার মাঝি করেছেন। তাই যুক্তরাজ্যের সকল প্রবাসীদের পক্ষ থেকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ।”
বক্তারা বলেন, ”২০০৮ সালে যখন শফিকুর রহমান চৌধুরী নৌকা নিয়ে নির্বাচন করেছিলেন তখন হাজার হাজার প্রবাসীরা তাঁকে বিজয়ী করতে যুক্তরাজ্য থেকে দেশে গিয়েছিলেন। নৌকার বিজয় নিশ্চিত করে সবাই ব্রিটেনে ফিরেন। এবারও এর ব্যত্যয় ঘটবে না। আমরা আওয়ামী লীগের নিবেদিত এ নেতার জন্য এবারও দেশে গিয়ে স্বজনদের কাছে ভোট চাইবো। ইনশাআল্লাহ আমাদের আপনজনেরা আমাদের খালি হাতে ফেরাবেন না। আমরা নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনাকে এ আসনটি উপহার হিসেবে ফিরিয়ে দেবো। আর নেত্রীকে জানিয়ে দেবো আপনাকে দেয়া উপহারটি যুক্তরাজ্যে বসবাসকারী সিলেট-২ আসনের প্রবাসীদের উপহার।”
বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম আহমদের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা নিয়াদ খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ডরসেট আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এম এ মুহিত আফজল। কারী আব্দুস শহিদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সামছু উদ্দিন, ফারুক মিয়া, আব্দুল হাই, মশিউর রহমান(নুর), রেহান আহমেদ শরফ উদ্দিন, কামাল আহমদ, বদরুল ইসলাম, আব্দুস শহিদ, মুহিবুর রহমান, ডরসেট যুবলীগের সভাপতি লতিব আলী ও সাধারন সম্পাদক শরিফ সুমন।
বক্তব্য রাখেন, নুর মিয়া, নজির মিয়া, আরমান আহমদ(সুহেল), সুমন মিয়া, শফিক মিয়া, আকবর খান, জুবের আহমদ জুবের, সাদিক আহমদ, জেরিন আহমেদ, মুস্তাক আহমদ বেলাল, হেলাল আহমদ, জাকির আহমদ, ফয়ছল আমদ, ওয়াছির আহমদ, সুলতান আহমদ, খায়রুল ইসলাম, মামুন মিয়া, লায়েক মিয়া, সবুর মিয়া, ফাহিম মিয়া, আশোক মিয়া, ইমতিয়াজ আহমদ, সালেহ আহমেদ, সাকিব, রেহান আহমদ, আব্দুস শহিদ, লতিব আলী, শরিফ সুমন, জুবায়ের আহমদ জুবের, জেরিন মিয়া প্রমুখ।