এসকে এম আশরাফুল হুদা :
লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসিসোয়েশন ইউকের উদ্যোগে বিজয় দিবস উদযাপন করা হয়েছে। কমিনিটির বিশিষ্টজনদের নিয়ে গত বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় ব্রিকলেইন একটি হলে দিবসটি উদযাপিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আহবাব মিয়া।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ যে উদ্দেশ্য নিয়ে স্বাধীন হয়েছিলো ৫২ বছরে ও তা বাস্তবায়িত হয়নি। একখন্ড মানচিত্র আর লাল সবুজের পতাকা ছাড়া আমরা এখনওপূর্ণ স্বাধীনতা ভোগ করতে পারছি না।
মুক্তিযুদ্ধে যুক্তরাজ্য প্রবাসীদের অবদান সবচেয়ে বেশী থাকলেও সেই প্রবাসীরা আজ অবহেলিত। বিমানের ভাড়া অতিরিক্ত আদায় করায় সভায় বেশিরভাগ বক্তা প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান।
বিমানের পাশাপাশি সিলেটে অন্য বিমানের ফ্লাইট চালুর দাবী জানান বক্তারা। সভায় প্রবাসীরা মহান স্বাধীনতা যুদ্ধে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক ছানাওর আলী কয়েছ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর মাইয়ুম মিয়া তালুকদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেবিনেট মেম্বার কাউন্সিলর ভিপি ইকবাল হোসেন, সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ আবুল লেইছ, কাউন্সিলর ফয়জুর রহমান, কাউন্সিলর লুৎফা রহমান, কাউন্সিলর সৈয়দ শেয়খুল ইসলাম, ব্যারিস্টার শাহ মিছবাউর রহমান, আলাউদ্দিন আহমদ মুক্তা, কামরুজ্জামান চৌধুরী, মজির উদ্দীন, আব্দুর রব, খালেদ কামালী, ইকবাল হোসেন, শামীম আহমদ, আবুল মনসুর রুমেল, রেদওয়ান আহমদ খান, আবুল হাসনাত কয়েছ, মাওলনা আবু ছাদেক, মৌলনা ফয়জুল হক, জগমবর আলী, ইকবাল হোসেন, আবদুল হান্নান, সাবেক চেযারম্যান শহিদুর রহমান ও আবদুছ সোবহান প্রমুখ ।