জুবেল আহমদ সেকেল, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে জাতীয় পার্টির প্রার্থী সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী বলেছেন, ইলিয়াস আলীর পরে আমি এলাকার সবচেয়ে বেশি উন্নয়ন করেছি। আমি বগত দিনে এমপি থাকাকালীন বিশ্বনাথ ও ওসমানীগর পৌরসভা করার চেষ্ঠা করছিলাম। বিশ্বনাথে মানুষের সহযোগীতায় বিশ্বনাথ পৌরসভা বাস্তবায় করা হলেও ওসমানীনগরে বিভিন্ন কারণে পৌরসভা করা সম্ভব হয়নি। এবার আমি নির্বাচিত হতে পারলে প্রথমেই গোয়ালাবাজার তাজপুর সহ আশপাশের এলাকা নিয়ে পৌরসভা বাস্তবায়ন করব। ১০ম জাতীয় সংসদে নির্বাচনে মহাজোট থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এলাকায় সার্বিক যে উন্নয়ন করেছি তা আপনারা দেখেছেন। এলাকার উন্নয়ন পাওয়ার সার্থে লাঙ্গল প্রতীকে ভোট দেয়ার আহবান জানাচ্ছি। গতকাল বৃহস্পতিবার রাতে ওসমানীনগরের গোয়ালাবাজারে নির্বাচনী শেষ জনসভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
আব্দুল মুমিন এর সভাপতিতে এবং মকবুল হোসেন ও শেখ আসসুজ্জামানের যৌথ পরিচালনায় নির্বাচনী সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রার্থী ইয়াইয়ায়া চৌধুরী, সাবেক জেলা পরিষদ সদস্য ছহুল আল রাজি, জেলা জাতীয় পার্টির যুন্ম আহবায়ক সুফি মাহমুদ, জাতীয় পার্টির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আশরাফ মিয়া সিরাজ, আমিরুল ইসলাম সিকদার, লুৎফুর রহমান ফয়সল, আফতাব আলী, তেরাবালি, আতিক মিয়া, মুজিবুর রহমান, মুমহি মাহমুদ , রজিউর রহমান মানিক, মুকিদ মিয়া, জিলু মিয়া প্রমূখ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।