নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ :
সকালে নিজ এলাকায় ভোটকেন্দ্রে ভোট প্রদান করেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। পরে তিনি বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে বের হন । জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই হাফিজিয়া সিনিয়রআলিয়া মাদ্রাসার ভোটকেন্দ্র পরিদর্শন করেন তিনি।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন খুব সুন্দর পরিবেশে ভোট চলছে । জাতীয় নির্বাচনের ধারাবাহিকতা অনুয়ায়ী ভোটগ্রহণ শুরু হয়েছে। মানুষজন সুন্দর পরিবেশে ভোট দিচ্ছেন।
আজ রোববার (৭ জানুয়ারি ২০২৪) সকাল ১১টায় নিজের নির্বাচনী এলাকা জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই হাফিজিয়া সিনিয়র আলিয়া মাদ্রাসার ভোটকেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, যারা ভোটবিরোধী শক্তি, তাঁরা সফল হবে না। মানুষ উৎসবের মাধ্যমে ভোট প্রয়োগ করে তাঁদের দায়িত্ব পালন করবেন আশা করছি। দেশবিরোধী অপশক্তির বিপক্ষে ভোটাররা অবস্থান নিয়ে উন্নয়নের পক্ষে ভোট দেবে, এটা আমি বিশ্বাস করি। এদিকে বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, কেন্দ্রেগুলোতে ভোটার উপস্থিতি কম। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিত বাড়বে।