জগন্নাথপুর টাইমসশনিবার , ১ এপ্রিল ২০২৩, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুর সোসাইটি ইউকের রমজানের তাৎপর্য আলোচনা ও ইফতার সম্পন্ন

Jagannathpur Times Uk
এপ্রিল ১, ২০২৩ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

মুহাম্মদ সালেহ আহমেদ :

পবিত্র মাহে রমজান উপলক্ষে লক্ষ্মীপুর সোসাইটি ইউ’কের উদ্দ্যোগে  পূর্ব লন্ডনের মায়েদা বেনকুইটিং হলে রমজানের তাৎপর্য আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

২৮ মার্চ মঙ্গলবার লক্ষ্মীপুর সোসাইটি ইউ’কের সন্মানিত সভাপতি ডাঃ মনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিরাজের সঞ্চালনায় সভায় পবিত্র কোরআন তেলায়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। মাহফিলে রমজানের ফযিলত ও তাৎপর্য বিষয়ে আলোচনা, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন -মুসলিম কমিউনিটি এ্যাসোসিয়েশানের কেন্দ্রীয় সভাপতি  মোসলেহ ফারাদি।

সংগঠনের সভাপতি ডাঃ মনোয়ার হোসেন তার স্বাগত বক্তব্যে লক্ষ্মীপুর সোসাইটি ইউ’কের ভবিষ্যৎ কার্যক্রম তুলে ধরেন, এবং অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।      বক্তব্যে তিনি লক্ষ্মীপুর সোসাইটির বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডে সকলের সহযোগীতা কামনা করেন এবং অনুষ্ঠান সফলতায় নিরলস ভাবে কাজ করার জন্যে লক্ষীপুর সোসাইটি ইউকের নব নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিরাজ, সিনিয়র সহ সভাপতি জনাব মো সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোঃ রিয়াদ, ট্রেজারার মনজুরুল আহসান,  প্রচার সম্পাদক আবুল কাশেম ভুঁইয়া পাপনকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।

ইফতার পূর্ব অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন – টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর ওহিদ আহমেদ, লক্ষ্মীপুরের কৃতিসন্তান বিশিষ্ট রাজনীতিবীদ ও সমাজসেবক  আনোয়ার হোসেন টিপু, লক্ষ্মীপুর সোসাইটি ইউ’কের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মুজাহিদুল ইসলাম, কাউন্সিলর জাহেদ চৌধুরী, কাউন্সিলর ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, নোয়াখালী এ্যাসোসিয়েশনের সভাপতি  আনোয়ার চৌধুরী, গ্রেটার নোয়াখালী এ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জনাব মোতাহার হোসেন লিটন, গ্রেটার নোয়াখালী এ্যাসোসিয়েশনের যুগ্ন সাধারণ সম্পাদক এ কে এম জামান, বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিত্ব আব্দুল হক রাজ, নোয়াখালী সমিতির সভাপতি জনাব আব্দুর রব, রামগঞ্জ ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশানের সভাপতি  আলি আকবর খোকন, রায়পুর সোসাইটির সভাপতি জনাব জাকির হোসাইন, বিএলএ ইউ’কের সভাপতি এ্যাডভোকেট শাহআলম সরকার ও চট্রগ্রাম সমিতির সভাপতি  নাজিম উদ্দিন।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।