জগন্নাথপুর টাইমসসোমবার , ১৫ জানুয়ারি ২০২৪, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

জীবনে কৃতিত্বের পেছনে শিক্ষার বিকল্প নেই- ভাটিপাড়ায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে ডক্টর ফাত্তাহ

Jagannathpur Times BD
জানুয়ারি ১৫, ২০২৪ ৯:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

জগন্নাথপুর টাইমস ডেস্ক :

সম্প্রতি ভাটিপাড়া ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান সম্পন্ন হয়েছে ।

অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক ডক্টর আবুল ফতেহ ফাত্তাহ বলেছেন, জীবনে কৃতিত্বের পেছনে শিক্ষার কোনও বিকল্প নেই। তবে নৈতিক শিক্ষা, দেশপ্রেম ও মানুষের প্রতি পরম বিশ্বাস রেখে পথ চলতে হয়। আর এভাবেই একজন শিক্ষার্থী সমাজে গুরুত্বপূর্ণ অংশীজন হয়ে দাঁড়ায়।

অনুষ্ঠানে বরেণ্য লেখক হিশেবে কবি-কথাসাহিত্যিক ও প্রফেসর ডক্টর জফির সেতু উপস্থিত ছিলেন। তাঁর সম্পর্কে আবুল ফতেহ ফাত্তাহ বলেন, কৃতী শিক্ষার্থীদের সম্মান জানাতে সেতু এখানে এসেছেন। এখন তোমাদের দায়িত্ব হলো তাঁর মতো মেধাবী ও বিখ্যাত হয়ে নিজেকে প্রতিষ্ঠা করা। একজন বিশ্বখ্যাত চিকিৎসক এম ইউ কবীর চৌধুরীর মতো তোমরাও একদিন মানুষের সেবায় নিবেদিত হবে।

মুখ্য আলোচক ও বরেণ্য লেখক জফির সেতু কাহলিল জিবরানের উক্তি উচ্চারণ করে বলেন, তোমরা যেমন মা-বাবার প্রিয় সন্তানরূপে তাঁদের স্নেহ-লালিত্যে বড়ো হচ্ছ, তেমনই সমাজ ও মানুষের ভালোবাসা ও প্রণোদনায় খ্যাতি অর্জন করছো। এই খ্যাতি ও প্রতিষ্ঠার ক্ষেত্রে সমাজের প্রতি তোমাদের দায়বদ্ধতা আরও বহুগুণ বেড়ে যায়। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান তোমাদের যেমন সম্মানীত করছে, তেমনই দায়িত্বও অর্পণ করছে।

ভাটিপাড়া ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত মেধাবৃত্তি যাচাই কমিটির সভাপতি ও ভাটিপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক মো. সাজিদুল ইসলাম বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের আশাপ্রদ সাড়া উদ্যোক্তা-কর্মীদের উজ্জীবিত করছে।

সঞ্চালনা ও স্বাগত বক্তৃতা করেন, সদস্যসচিব ও ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান।
বিশেষ অতিথি হিশেবে আলোচনা করেন, সোসাইটির সাধারণ সম্পাদক আ ক ম মিছবাহউদ্দিন চৌধুরী, সহসাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী সিরাজ, কবি ও ভ্রমণলেখক আবিদ ফায়সাল।
সোসাইটির নানান কর্মপরিকল্পনা তুলে ধরে কথা বলেন, সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য জাহাঙ্গীর কবীর চৌধুরী সুইট।
শুভেচ্ছা বক্তৃতা করেন, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মামুন চৌধুরী, জাহাঙ্গীর চৌধুরী, মধুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর তালুকদার।

তেরোটি প্রাইমারি স্কুলের আশিজন অংশগ্রহণকারীর মধ্যে উনচল্লিশ জন, এবং তিনটি হাইস্কুলের ছিয়াত্তর জন অংশগ্রহণকারীর মধ্যে তেইশ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে সোসাইটির চেয়ারম্যান ডা. এম ইউ কবীর চৌধুরী অসুস্থ থাকায় উপস্থিত হতে পারেননি। তাঁর প্রেরিত লিখিত বক্তৃতা পাঠ করে শোনান আবিদ ফায়সাল। সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।