জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ১৬ জানুয়ারি ২০২৪, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের বিয়ানীবাজারে ময়নুর রশিদ জায়গীরদার এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের মেধাবৃত্তি সম্পন্ন

Jagannathpur Times BD
জানুয়ারি ১৬, ২০২৪ ১২:৩০ অপরাহ্ণ
Link Copied!

 

 

সারোয়ার হোসেন জাবেদ, সিলেট :

সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নস্থ ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ময়নুর রশিদ জায়গীরদার এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক মেধাবৃত্তি ও ভর্তি সহায়তা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সিলেটের ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়”এর হল রুমে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জিয়াউল বারী চৌধুরী’র সভাপতিত্বে এবং বিদ্যালয়”এর সহকারী শিক্ষক এমদাদুল হক তরুণ ও মো আব্দুল কুদ্দুস খাঁন”এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক ও সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক এবং মইনুর রশিদ জায়গীরদার এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার।

উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানসাইন কিণ্ডারগার্টেন এর সভাপতি সৈয়দ মোয়াজ্জিম হুসেন, বিদ্যালয়ের পরিচালনা পরিষদে অভিভাবক সদস্য আব্বাস আহমদ, জাকারিয়া আহমদ ময়না, বিশিষ্ট সমাজসেবী গোলাম রব্বানী জায়গীরদার, ৪ নং ওয়ার্ড সদস্য সাবেক ছাত্রনেতা, যুবনেতা সাদ উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক এম এস রুবেল আহমদ, ছাত্রনেতা সাইদুর রহমান, রামধা শিশু বিদ্যানিকেতন স্কুলের সভাপতি হানিফ আহমদ, ছাত্রনেতা জুনেদ আহমদ”সহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জনাব মুশফিক জায়গীরদার বলেন” মানুষের পাশে থাকার শিক্ষা আমরা আমাদের পিতা মাতার কাছ থেকে ছোট বেলায় পেয়েছি। যা থেকে শিক্ষা নিয়ে আমরা সকল ভাই-বোন মানুষের পাশে থাকার সর্বাত্মক চেষ্টা করি।পরিবারের সবাই মিলে যাতে মানুষের পাশে আরও বৃহৎ পরিসরে থাকতি পারি সে জন্যেই মূলত আমার পিতার নামে এই ট্রাস্ট গঠন করা হয়েছে।

এ সময় ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের তহবিলে নগদ ২লক্ষ টাকা প্রদান করে মুশফিক জায়গীরদার এর বড় ভাই মুকিমুল ইউনুছ জায়গীরদার (মুরাদ) বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য পদ গ্রহণ করেন।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।